Posts

Showing posts from November, 2024

আয়োজিত হল ১৩তম বঙ্গ গৌরব অনন্য সম্মান-২০২৪

Image
  নিজস্ব প্রতিনিধি,কলকাতা: কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল ১৩তম বঙ্গ গৌরব অনন্য সম্মান-২০২৪। রিপোর্টারর্স এ্যান্ড ফটোগ্রাফার এসোসিয়েশন, গ্ল্যামার গ্লো ফ্যাশান ও অলক ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হল।এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, অলক ফাউন্ডেশানের কর্ণধার দেবযানী ঘোষ, আর পি এ-সংস্থার সহ-সভাপতি সনৎ সেন,রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমী বর্ধন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইলো দে বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজদ্বীপ ব্যানার্জী।১৩ তম বঙ্গ গৌরব অনন্য সন্মান মোট নয়জনকে প্রদান করা হয়। তাদের মধ্যে তিনজন সার্টিফিকেট সহ স্বর্ণপদক লাভ করেন। তারা হলেন যথাক্রমে- শাইলো দে বিশ্বাস, দেবযানী চক্রবর্তী ও বীনা দত্ত কর। এছাড়াও ছয়জন সার্টিফিকেট এবং ট্রফি প্রাপকেরা হলেন সুষেন চৌধুরী, শুভ্রা নায়েক, তারক ধর, নিউজ স্টারডম এর সম্পাদক গোপাল দেবনাথ, অরূপ গুহ ও তপন জানা। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকাশ চ্যাটার্জী, রিয়া দাস, দে...

ভারতের প্রথম সোনা বিজয়ীনিকে সম্মান প্রদান

Image
   শুভ ঘোষ, কলকাতা: কলকাতা প্রেসক্লাবে ভারতীয় সোনা বিজয়ী শিবানী আগারওয়ালের পক্ষ থেকে একটা সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বেলজিয়াম শহরে ১৫ তারিখ থেকে ১৭ ই নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ক্যান্ডিড স্পোর্টস মাস্টার্স এর ম্যারাথন কেটব্যল স্পোর্টস বিভাগে শিবানী আগরওয়াল হলেন সেই নাম যিনি ভারতের প্রথম সোনা বিজয়ী মহিলা। মাইথন অলওয়েস লিমিটেড কর্তৃক শ্রি সুভাষ আগরওয়াল গর্বিত হন শিবানির জন্য। শিবানী ও তার স্বামী মায়ঙ্ক আগারওয়াল ও তার কোচ মিস্টার অর্ণব সরকারের পক্ষ থেকে উৎসাহিত হন। পাশাপাশি তিনি জানিয়েছেন নয় বছরের শিশু পুত্রের সাথেও সমানভাবে তাল দিয়ে সংসারের সামলাছেন। 

আসছে বাংলা ছবি রুদ্র

Image
শুভ ঘোষ, সল্টলেক: এদিন সল্টলেক ডাউনটাউন শপিংমলে মিরাজ সিনেমায় ড্রিম মিডিয়া প্রযোজিত কেএস ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্টের সহযোগিতায় ডাইরেক্টর রাজকুমার সোয়েন ও বাপ্পাদিত নন্দী নতুন বাংলা সিনেমা রুদ্র গ্র্যান্ড প্রিমিয়ার। স্টোরী কুন্তল ঘোষাল, মিউজিক- অর্পণ দত্ত, পাণঞ্জল দাষ, ঋষি ঘোষ। নৃত্য পরিচালক রিমু মুখার্জি। ডি.ও.পি-আনমল সাহা, রঞ্জিত মন্ডল। গায়িকা লগ্নজিতা চক্রবর্তী, সোমলতা আচার্য, সিধু, রাহুল দত্ত রাজ বর্মন,। রুদ্ধ বাংলা সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ দত্ত ও লাবনী সরকার এছাড়া আরো অনেক গুণী শিল্পীরা।

অশোকরাজ এক ব্যায়াম মন্দিরের আয়োজনে স্পোর্টস চ্যাম্পিয়নশিপ

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং কলকাতা জেলা নিয়ে আর্ম ফাইটিং, বডি বিল্ডিং, মেনস ফিজিক এবং আইরন লিফটিং স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ গত ১০ নভেম্বর রবিবার আয়োজিত হলো বাঙ্গুর কলকাকলি মুক্ত মঞ্চে। আয়োজনে- অশোক আখড়া এক ব্যায়াম মন্দির। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমল চন্দ, গোপাল দেবনাথ,পার্থ চন্দ, গৌরাঙ্গ চক্রবর্তী, রাজীব ব্যানার্জী, শ্রীকান্ত মাইতি, তরুণ মাজি, রতন সাহা এবং উজ্জ্বল স্যার। সারাদিন ব্যাপী প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলা মিলিয়ে ৮০ জন অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যে ২জন প্রবীণ ব্যক্তি এবং একজন শারীরিকভাবে প্রতিবন্ধী ২৩ বছরের যুবক এই খেলায় অংশগ্রহণ করে। এদিনের প্রতিযোগিতায় স্ট্রং উইমেন খেতাব লাভ করে পম্পা বিশ্বাস এবং মঞ্জুলা চৌধুরী। স্ট্রং ম্যান এর খেতাব লাভ করে অমিত ভদ্র, শুভম চ্যাটার্জি, রোহন নন্দন, অমিত সাহা, সুপ্রিয় ঘোষ এবং দেবকুমার কুন্ডু। সংস্থার কর্ণধার অশোকরাজ এর সাথে অনুষ্ঠানটি সফল করতে অফিসিয়াল হিসেবে হাজির ছিল কিশোর দাস, শ্রীমতি মহেশ্বরী, আমিশারাজ, আয়েশারাজ এবং অমররাজ। প্রতিযোগীদের সাথে উপস্থিত অতিথিগণ অশোকরাজ এবং তার সংস্থা অশোকরাজ...

পূজার ব্যানার ফটোশুট

Image
  শুভ ঘোষ, কলকাতা: কাশফুলের গন্ধে ভেসে আসছে ঢাকের বাদ্য আওয়াজ যেনো মনে হয় মা জগদ্ধাত্রী আসছেন। ঠিক সেই মুহূর্তে বাঘাযতীন এ.পি স্টুডিওতে ক্রিয়েটিভ ডাইনামিক ট্যালেন্টস এর উদ্যোগে জগদ্ধাত্রী পূজার ব্যানার ফটোশুটের আয়োজন করা হয়। সাগ্নিক চ্যাটার্জি ও অভিলাষা রায়ের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর ফটোশুট হয়ে গেলো। মডেলদের পোশাক এবং সাজসজ্জা ডিজাইনার হিসেবে উপস্থিত ছিলেন সোমা দাস(বুটিক)। এই দিনের এই ফটোশুটে ছোট-বড় বহু মডেলরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী অনামিকা রক্ষিত, নেহা দাস,পর্ণা বল,পর্ণালী গুহ,ময়ূরীকা সাধুখাঁ।ইনাদের মেকাপ দিয়ে ফুটিয়ে তুলে ধরেছেন মেঘা ঘোষ। ফটোগ্রাফার হিসেবে উপস্থিত ছিলেন ঈশীতা দাস।