অশোকরাজ এক ব্যায়াম মন্দিরের আয়োজনে স্পোর্টস চ্যাম্পিয়নশিপ

 


গোপাল দেবনাথ ,কলকাতা: দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং কলকাতা জেলা নিয়ে আর্ম ফাইটিং, বডি বিল্ডিং, মেনস ফিজিক এবং আইরন লিফটিং স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ গত ১০ নভেম্বর রবিবার আয়োজিত হলো বাঙ্গুর কলকাকলি মুক্ত মঞ্চে। আয়োজনে- অশোক আখড়া এক ব্যায়াম মন্দির। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমল চন্দ, গোপাল দেবনাথ,পার্থ চন্দ, গৌরাঙ্গ চক্রবর্তী, রাজীব ব্যানার্জী, শ্রীকান্ত মাইতি, তরুণ মাজি, রতন সাহা এবং উজ্জ্বল স্যার। সারাদিন ব্যাপী প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলা মিলিয়ে ৮০ জন অংশগ্রহণ করেছিলেন। এদের মধ্যে ২জন প্রবীণ ব্যক্তি এবং একজন শারীরিকভাবে প্রতিবন্ধী ২৩ বছরের যুবক এই খেলায় অংশগ্রহণ করে। এদিনের প্রতিযোগিতায় স্ট্রং উইমেন খেতাব লাভ করে পম্পা বিশ্বাস এবং মঞ্জুলা চৌধুরী। স্ট্রং ম্যান এর খেতাব লাভ করে অমিত ভদ্র, শুভম চ্যাটার্জি, রোহন নন্দন, অমিত সাহা, সুপ্রিয় ঘোষ এবং দেবকুমার কুন্ডু। সংস্থার কর্ণধার অশোকরাজ এর সাথে অনুষ্ঠানটি সফল করতে অফিসিয়াল হিসেবে হাজির ছিল কিশোর দাস, শ্রীমতি মহেশ্বরী, আমিশারাজ, আয়েশারাজ এবং অমররাজ। প্রতিযোগীদের সাথে উপস্থিত অতিথিগণ অশোকরাজ এবং তার সংস্থা অশোকরাজ এক ব্যায়াম মন্দিরের এই উদ্যোগের জন্য ভূয়সী প্রশংসা করেন।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ