ভারতের প্রথম সোনা বিজয়ীনিকে সম্মান প্রদান

 


 শুভ ঘোষ, কলকাতা: কলকাতা প্রেসক্লাবে ভারতীয় সোনা বিজয়ী শিবানী আগারওয়ালের পক্ষ থেকে একটা সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বেলজিয়াম শহরে ১৫ তারিখ থেকে ১৭ ই নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ক্যান্ডিড স্পোর্টস মাস্টার্স এর ম্যারাথন কেটব্যল স্পোর্টস বিভাগে শিবানী আগরওয়াল হলেন সেই নাম যিনি ভারতের প্রথম সোনা বিজয়ী মহিলা। মাইথন অলওয়েস লিমিটেড কর্তৃক শ্রি সুভাষ আগরওয়াল গর্বিত হন শিবানির জন্য। শিবানী ও তার স্বামী মায়ঙ্ক আগারওয়াল ও তার কোচ মিস্টার অর্ণব সরকারের পক্ষ থেকে উৎসাহিত হন। পাশাপাশি তিনি জানিয়েছেন নয় বছরের শিশু পুত্রের সাথেও সমানভাবে তাল দিয়ে সংসারের সামলাছেন। 

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো