আসছে বাংলা ছবি রুদ্র
শুভ ঘোষ, সল্টলেক: এদিন সল্টলেক ডাউনটাউন শপিংমলে মিরাজ সিনেমায় ড্রিম মিডিয়া প্রযোজিত কেএস ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্টের সহযোগিতায় ডাইরেক্টর রাজকুমার সোয়েন ও বাপ্পাদিত নন্দী নতুন বাংলা সিনেমা রুদ্র গ্র্যান্ড প্রিমিয়ার। স্টোরী কুন্তল ঘোষাল, মিউজিক- অর্পণ দত্ত, পাণঞ্জল দাষ, ঋষি ঘোষ। নৃত্য পরিচালক রিমু মুখার্জি। ডি.ও.পি-আনমল সাহা, রঞ্জিত মন্ডল। গায়িকা লগ্নজিতা চক্রবর্তী, সোমলতা আচার্য, সিধু, রাহুল দত্ত রাজ বর্মন,। রুদ্ধ বাংলা সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ দত্ত ও লাবনী সরকার এছাড়া আরো অনেক গুণী শিল্পীরা।
Comments
Post a Comment