আসছে বাংলা ছবি রুদ্র



শুভ ঘোষ, সল্টলেক: এদিন সল্টলেক ডাউনটাউন শপিংমলে মিরাজ সিনেমায় ড্রিম মিডিয়া প্রযোজিত কেএস ফিল্ম অ্যান্ড এন্টারটেইনমেন্টের সহযোগিতায় ডাইরেক্টর রাজকুমার সোয়েন ও বাপ্পাদিত নন্দী নতুন বাংলা সিনেমা রুদ্র গ্র্যান্ড প্রিমিয়ার। স্টোরী কুন্তল ঘোষাল, মিউজিক- অর্পণ দত্ত, পাণঞ্জল দাষ, ঋষি ঘোষ। নৃত্য পরিচালক রিমু মুখার্জি। ডি.ও.পি-আনমল সাহা, রঞ্জিত মন্ডল। গায়িকা লগ্নজিতা চক্রবর্তী, সোমলতা আচার্য, সিধু, রাহুল দত্ত রাজ বর্মন,। রুদ্ধ বাংলা সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ দত্ত ও লাবনী সরকার এছাড়া আরো অনেক গুণী শিল্পীরা।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো