বৃষ্টিতে জলমগ্ন রাস্তাঘাট

বিভা মোড়,কামারহাটি (ক্যামেরাঃ মনোজ দাস) 

ঘন্টাখানেকের বৃষ্টিতে জল ভরা রাস্তা 

নিজস্ব প্রতিবেদন, কামারহাটিঃ কয়েক ঘন্টা বৃষ্টিতে জলে ঢেকে গেল রাস্তাঘাট। কামারহাটি পৌরসভার অন্তর্গত বিভিন্ন এলাকা জলমগ্ন। কিছুক্ষণ বৃষ্টি হতেই রাস্তা দিয়ে চলা দায় হয়ে দাঁড়ায় এই সমস্ত এলাকায়। কামারহাটি পৌরসভার ৩৫টি ওয়ার্ড জুড়ে রাজ্য সরকারের অনুপ্রেরণায় উন্নয়নের ছোঁয়া লাগলেও রাস্তায় এখনও নেই ঠিকমত জল নিকাশি ব্যবস্থা। যার জেরে অল্প সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে রাস্তাঘাট সহ বিভিন্ন এলাকাগুলো। বেলঘরিয়া ২ নম্বর গেট থেকে শুরু করে আগরপাড়া বটতলা, শ্রীপল্লী, ভার্নার লেন, উমেশ মুখার্জী রোড এইসমস্ত বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার পরেও জল জমে থাকে। 

করোনা মহামারিকালে রাস্তাঘাট বৃষ্টি জলে নালা নর্দমার নোংরা জলে ভরে থাকে তাহলে সেক্ষেত্রে রয়েছে ডেঙ্গু সংক্রমণের সম্ভাবনাও। রাস্তাঘাট ঝাঁ চকচকে করা হলেও অধিকাংশ রাস্তাতেই এখনও হয়নি সঠিক জলনিকাশি ব্যবস্থা। তারফলে জল জমে থাকছে বেশখানিক্ষণ ধরে। 

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো