টিটাগড়ে বোমাবাজি


টিটাগড়ে বোমাবাজির অভিযোগ স্থানীয় যুবকদের নামে, আটক ১

বলোরাম বোস, টিটাগড়ঃ গতকাল রাতে বোম মারা নিয়ে উত্তেজনা ছড়ায় টিটাগর পৌরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডে।  ঘটনাটি ঘটেছে গতকাল রাতে টিটাগর পৌরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের এম জি রোড গোষ্ঠ মন্দির অঞ্চলে । হঠাৎই গভীর রাতে একদল দুষ্কৃতী বোম মারে এলাকায় । সেই বোম এর আওয়াজ শুনে এলাকার মানুষ বেরিয়ে পড়ে । তারপরে খড়দহ থানায় খবর দেওয়া হয় । খড়দহ থানার এক বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে । এলাকার মানুষের অভিযোগ,  এই অঞ্চলে বেশ কিছুদিন ধরে মদ খাওয়া , অসামাজিক কাজ করা হচ্ছিল । এলাকার মানুষ তার প্রতিবাদ করে । তার জেরে গত ৫ দিন আগে এই অঞ্চলে পাঁচ-ছয়টা বোম মারা হয় । তারপরে আবার গতকাল রাতে সাত-আটজন আসে এবং বোম মেরে পালিয়ে যায় । বোমের আওয়াজ এলাকা কেঁপে ওঠে । এলাকার মানুষ বেরিয়ে পড়েন রাস্তায়। এলাকার মানুষের অভিযোগ , পাশের পাড়ার কয়েকটি যুবক তারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে অসামাজিক কাজ করে বেড়াচ্ছে । তার ফলে এই বোমাবাজি । 


এই মন্দির অঞ্চলে মহিলারা বসে থাকে । বাচ্চারা খেলাধুলা করে।  এইভাবে যদি দুষ্কৃতীদের আক্রমণ চলে তাহলে সাধারণ মানুষ বাড়ি থেকে বের হতে পারবে না । আগামীদিনে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে । খড়দহ থানার পুলিশ ওই গোষ্ঠ মন্দির অঞ্চলে পুলিশ পোস্টিং করেন।  এই ঘটনার সন্দেহে খড়দহ থানার পুলিশ একজনকে আটক করে । 

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক