প্রিয় গোপাল বিষয়ী এবার ডায়মন্ড হারবারে


 

শুভ ঘোষ, বেহালা: প্রিয় গোপাল বিষয়ী বেহালার নতুন শোরুম। গত ১৬ই সেপ্টেম্বর দুর্গাপুজোর প্রাক্কালেই দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার রোডের বেহালা ১৪ নম্বরে বিপরীতে প্রিয় গোপাল বিষয়ী নতুন শোরুমের শুভ সূচনা হয়। পুজো মানেই শাড়ি,শাড়ি বললেই একটাই প্রতিষ্ঠান যার নাম প্রিয় গোপাল বিষয়ী।এই নিয়ে ১১তম শাখার শুভসূচনা করেন তার অন্যতম কর্ণধার সুরভী লাহা মহাশয়া।বেহালার প্রিয় গোপাল বিষয়ীর সবচেয়ে ন্যূনতম প্রোডাক্ট এর দাম ৫০০ টাকা থেকে শুরু।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো