Posts

Showing posts from August, 2025

মাসে ৫০০০ টাকা ভাতা , ঘোষণা মুখ্যমন্ত্রীর

Image
নিজস্ব প্রতিবেদন, নবান্ন : কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা সংঘাতের আবহের মাঝে নবান্ন থেকে বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকেরা ফিরে এলে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সাহায্য করবে, বাঙালি-বিদ্বেষের আবহে আগেই সেই ঘোষণা করেছিলেন তিনি। তবে আজ সাংবাদিক বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালুর কথা বলা হয়।   তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান হবে। তাঁরা বাংলায় ফিরে শ্রমশ্রীতে আলাদা করে নিজেদের নাম নথিভুক্ত করলে সরকারি সাহায্য পাওয়া যাবে। একবছর কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতি মাসে শ্রমিক পরিবারের জন্য ৫০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। সেই সঙ্গে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী প্রকল্পের সুবিধা এবং উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে তাঁদের।   বিধানসভা ভোটের আগে ভিনরাজ্যে বাংলার যেই সমস্ত শ্রমিকদের অত্যাচারের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠছে তাদের রক্ষা করার ক্ষেত্রে কল্পতরু হয়ে ভুমিকা পালন করবেন তিনি। এতে খুসি এবং উপকৃত হবেন পরিযায়ী শ্রমিক পরিবারও। জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপা

বড়ঞা ব্লক কংগ্রেসের উদ্যোগে বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন

Image
নিজস্ব প্রতিবেদন, মুর্শিদাবাদ : বড়ঞা ব্লক কংগ্রেসের উদ্যোগে বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসুচী পালন করা হয়। কান্দি মাস্টার প্ল্যান সংস্কার , বালিখাটে অবৈধ কাজ বন্ধ , পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা এবং রাজ্যে ক্রমবর্ধমান সন্ত্রাসের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বড়ঞা ব্লক কংগ্রেসের উদ্যোগে জেলার বিডিও অফিসের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভা শেষে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও । এছাড়াও জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তীও উপস্থিত ছিলেন।   এদিনের প্রতিবাদ সমাবেশে মূলত  বেশ কয়েকটি বিষয়কে তুলে ধরা হয়। যেমন,   কান্দি মাস্টার প্ল্যানের অধীনে সমস্ত মেরামতির কাজ সম্পন্ন করা এবং অবৈধ বালিঘাট ও বিএলও র দালালচক্র বন্ধ করা। এছাড়া , বক্তারা পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরিচয়পত্র দেওয়ার দাবি জানান।   বিক্ষোভ সমাবেশে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী । তিন...

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক

Image
  ঈশানী মল্লিক ,কলকাতা : হাতে গোনা মাত্র আর কয়েক সপ্তাহ। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। যার জন্যে গোটা এক বছর ধরে জমে অনেক পরিকল্পনা সাথে উন্মাদনাও। খুঁটি পুজোর মধ্যে দিয়ে এবার দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করলো পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। এদিন রবীবাসরীয়র সকাল থেকে নিয়ম নিষ্ঠা মেনে সকল উদ্যোক্তারা সামিল হন পুজোর প্রস্তুতিতে। ঢাকের বাদ্য , শঙ্খধ্বনি আর উলুধ্বনির মধুর সুরে জমে উঠল মহিলা পরিচালিত পল্লিশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজামণ্ডপ এর প্রাঙ্গণ। পূজার্চনার মঙ্গলধ্বনি , ভক্তজনের অর্ঘ্য নিবেদন আর প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হল এবছরের দুর্গোৎসবের প্রস্তুতি।   শাস্ত্র মতে , পূজামণ্ডপ নির্মাণের পূর্বে এই খুঁটি পুজো শুভ সূচনার প্রতীক। সেই মত এই আয়োজন। সেখানে এলাকার মানুষেরাও সামিল হন। কলকাতা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন দাস সহ এই দিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএবি মেডিকেল বোর্ডের চেয়ারম্যান প্রদীপ কুমার দে সহ বহু বিশিষ্ট ব্যাক্তিওত্...

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা : বাংলা বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকাল ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। রাতে পরিবারের তরফে জানানো হয়। ক্যানসারে বহু দিন ধরে ভুগছিলেন। সেই সঙ্গে ছিল বার্ধক্যজনিত সমস্যা। বয়স হয়েছিল আনুমানিক ৮৮ বছর। অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া টেলিপাড়ায়।

জাতীয় স্তরে স্বাক্ষর রাখল শ্রীরামপুর গার্লস বালিকা বিদ্যালয়

Image
  পুলক চক্রবর্তী, কোন্নগর : এবার শুধু পড়াশোনা তেই নয় কিংবা সাংস্কৃতিক প্রতিযোগিতা তেই নয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি শিক্ষার আরেক বিশেষ অঙ্গ খেলাধুলাতেও জাতীয় স্তরে বিশেষ স্বাক্ষর বহন করলো শ্রীরামপুর গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়। ২০২৪ ২০২৫ এই সেশনে জাতীয় স্তরে স্পেন ওয়েল প্রতিযোগিতাতে সমগ্র ভারতবর্ষের মধ্যে বিশেষভাবে স্বাক্ষর এবং স্থান অধিকার করল শ্রীরামপুর গার্লস হাই স্কুল অনুপ্রেরণায় আবশ্যিকভাবে যার নাম উঠে আসে তিনি হলেন শ্রীরামপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর আইভি সরকার মহাশয়া। তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কি সংস্কৃতিক এবং আবশ্যিকভাবে খেলাধুলা কে এছাড়াও সামাজিক তোরে সাহায্য মূলক কার্যাবির সাথে অবিরত নিজেকে যুক্ত রেখে চলেছেন। যার কথাতে উঠে অসম্ভব বলে কিছু হয় না চেষ্টা করলে পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও বিশেষ শিক্ষা যেই ইভেন্টে আমাদের বিদ্যালয় এর মেয়েরা যথেষ্ট এগিয়ে রয়েছে এবং আমার ব্যক্তিগতভাবে আমাদের বিদ্যালয়ের মেয়েদের প্রতি যথেষ্ট এবং পূর্ণ আস্থা রয়েছে। ওরা বিশেষভাবে শিক্ষণ প্রাপ্ত এবং চর্চা ওদের প্রতিমুহূর্তের অঙ্গ তাই আমার বিশ্বাস ছিল এই...

মায়াপুরে মহাসমারোহে পালিত হবে জন্মাষ্টমী মহোৎসব

Image
  পুলক চক্রবর্তী, কোন্নগর : ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী বিভিন্ন শাখাকেন্দ্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব (জন্মাষ্টমী) যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতি নীতি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাঁকজমকপূর্ণ সহকারে পালন করা হবে।এ বছর ১৬ ই আগস্ট ২০২৫ শনিবার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব শুভ জন্মাষ্টমী পালন করা হবে।১৭ ই আগস্ট ২০২৫ রবিবার নন্দোৎসব এবং ইসকন প্রতিষ্ঠাতা আচার্য এ,সি, ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৯ তম জন্মজয়ন্তী পালন করা হবে।দেশি বিদেশি অসংখ্য ভক্ত সমাগম হয় এই উৎসবকে কেন্দ্র করে।কঠোর করা হয় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। রসিক গৌরাঙ্গঁ দাস, জনসংযোগ আধিকারিক, ইসকন, মায়াপুর, বলেন ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাতের সাত প্রহরের পর অষ্টম প্রহরে এক সংকটময় সময়ে মানব জাতিকে রক্ষা এবং ধর্ম সংস্থাপনের জন্য শঙ্খ-চক্র-গদা-পদ্মধারী রূপে স্বমহিমায় বরাভয় ভঙ্গিতে অমানিশার দুর্যোগ দূর্বিপাকের মধ্যে মথুরায় কংশের কারাগারে আবির্ভূত হয়েছিলেন। তিনি কঠোর হস্তে অসুর ও দানবীয় পাশবিক শক্তিকে দমন করেছিলেন।প্রেম,সখ্য মৈত...

জন সুরক্ষা এবং RE-KYC স্যাচুরেশন ক্যাম্প

Image
  পুলক চক্রবর্তী, হুগলি : হুগলী জেলায় জন সুরক্ষা এবং RE-KYC স্যাচুরেশন ক্যাম্পের আয়োজন। ভারত সরকারের নির্দেশ অনুসারে, সমস্ত ব্যাংক ১ জুলাই, ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত গ্রাম পঞ্চায়েত স্তরে RE-KYC এবং জন সুরক্ষা প্রকল্পের জন্য স্যাচুরেশন ক্যাম্প আয়োজন করছে। পশ্চিমবঙ্গে, ৩৩৪৫টি গ্রাম পঞ্চায়েতে এই ক্যাম্পগুলি আয়োজন করা হচ্ছে। আজ, হুগলী জেলায় এই ধরণের একটি ক্যাম্প আয়োজন করা হয়েছে। শিবিরে RBI-এর আঞ্চলিক পরিচালক শ্রী সুধাংশু প্রসাদ, RBI-এর জেনারেল ম্যানেজার শ্রীমতী রশ্মি রানী, UCO ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও শ্রী অশ্বনী কুমার এবং বিভিন্ন ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিবিরের উদ্দেশ্য ছিল আর্থিক সুরক্ষা এবং ব্যাংকিং পরিষেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা এবং RE-KYC প্রক্রিয়া সম্পন্ন করা সহজতর করা। আঞ্চলিক পরিচালক জনগণকে আর্থিক সুরক্ষা প্রদানে জন সুরক্ষা প্রকল্পের গুরুত্বের উপর জোর দেন। তিনি সরকারি ভর্তুকি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সহজে স্থানান্তর নিশ্চিত করার জন্য KYC প্রক্রিয়া সময়মতো সম্পন্ন করার তাৎপর্য তুলে ধরেন। ইউকো ব্য...