কোন্নগর রাজারেশ্বরী মন্দিরে জগৎগুরু শ্রীশ্রী শংকরাচার্যগুরুদেবের জন্ম উৎসব পালন

পুলক চক্রবর্তী, কোন্নগর: হুগলি জেলার বিখ্যাত রাজেশ্বরী মাতার মন্দিরে ধুমধাম সহকারে পালিত হলো পরম পূজনীয় জগৎ গুরু শ্রী শ্রী শঙ্করাচার্য গুরুদেবের ১০২তম জন্ম মহোৎসব তথা আবির্ভাব দিবস। উক্ত দিবসে সমগ্র মন্দির প্রাঙ্গণ এবং মন্দির গর্ভ গৃহ ফুল ঝান্ডা এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সুসজ্জিত করা হয়। উক্ত দিবসে মন্দিরের দেবী জগদম্বা শ্রী রাজরাজেশ্বরী মাতা কে লাল বেনারসি এবং মুক্ত খচিত স্বর্ণালংকারে সুসজ্জিত করা হয়। সকাল থেকে চলে থাকে গুরুনাম সংকীর্তন ।সহস্র প্রদীপ প্রজ্জ্বলন করা হয় গুরুদেবের মূর্তির সামনে এবং মাতা রাজেশ্বরী মূর্তির সামনে প্রদীপ প্রজ্জ্বলিত করা হয় ও গুরুদেব কে সহস্রধরনের ফল নিবেদন করা হয় ও অভিষেক করানো হয় স্বরূপেস্বর শিবলিঙ্গের। প্রাথমিক পর্যায়ে শ্রী গনেশজি ও শৃং যন্ত্রের বিশেষ পূজা করা হয় অভিষেক। গুরুদেবের মূর্তিতে সহস্ত্র এক বিল্লোপত্রের মালা ও দুর্বার মালা এবং সহস্র এক পদ্মের মালা পড়িয়ে উক্ত দিবসের গুরুদেবের পাদুকার বিশেষ পুজা করা হয়। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ দলে দলে উপস্থিত হয় মন্দির প্রাঙ্গণে গুরুদেবের আরাধনা ও রাজ অভিষেকে সামিল ...