বড়ঞা ব্লক কংগ্রেসের উদ্যোগে বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন

নিজস্ব প্রতিবেদন, মুর্শিদাবাদ: বড়ঞা ব্লক কংগ্রেসের উদ্যোগে বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন কর্মসুচী পালন করা হয়। কান্দি মাস্টার প্ল্যান সংস্কার, বালিখাটে অবৈধ কাজ বন্ধ, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা এবং রাজ্যে ক্রমবর্ধমান সন্ত্রাসের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বড়ঞা ব্লক কংগ্রেসের উদ্যোগে জেলার বিডিও অফিসের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভা শেষে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও । এছাড়াও জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তীও উপস্থিত ছিলেন।

 


এদিনের প্রতিবাদ সমাবেশে মূলত বেশ কয়েকটি বিষয়কে তুলে ধরা হয়। যেমন, কান্দি মাস্টার প্ল্যানের অধীনে সমস্ত মেরামতির কাজ সম্পন্ন করা এবং অবৈধ বালিঘাট বিএলও দালালচক্র বন্ধ করা। এছাড়া, বক্তারা পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরিচয়পত্র দেওয়ার দাবি জানান।

 

বিক্ষোভ সমাবেশে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী । তিনি তাঁর বক্তব্যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষত খুন সন্ত্রাসের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বর্তমানের বেহাল রাস্তাঘাটের দ্রুত মেরামতি এবং আবাস যোজনার অধীনে প্রকৃত যোগ্য মাটির ঘরের মালিকদের নাম অন্তর্ভুক্ত করারও দাবি জানান।

 

এছাড়াও অন্যান্য দাবির মধ্যে ছিল , কৃষকদের ফসলের ক্ষতিপূরণ, বার্ধক্য বিধবা ভাতা বৃদ্ধি এবং বৈধ নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা।কংগ্রেস নেতৃত্বরা বলেন, এই আন্দোলন চলবে যতক্ষণ না সরকার তাদের দাবি মেনে নিচ্ছে। ডেপুটেশন শেষে একটি স্মারকলিপি বিডিও- কাছে জমা দেওয়া হয়।


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ