মায়াপুরে মহাসমারোহে পালিত হবে জন্মাষ্টমী মহোৎসব

 

পুলক চক্রবর্তী, কোন্নগর: ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী বিভিন্ন শাখাকেন্দ্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব (জন্মাষ্টমী) যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতি নীতি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাঁকজমকপূর্ণ সহকারে পালন করা হবে।এ বছর ১৬ ই আগস্ট ২০২৫ শনিবার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব শুভ জন্মাষ্টমী পালন করা হবে।১৭ ই আগস্ট ২০২৫ রবিবার নন্দোৎসব এবং ইসকন প্রতিষ্ঠাতা আচার্য এ,সি, ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৯ তম জন্মজয়ন্তী পালন করা হবে।দেশি বিদেশি অসংখ্য ভক্ত সমাগম হয় এই উৎসবকে কেন্দ্র করে।কঠোর করা হয় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।



রসিক গৌরাঙ্গঁ দাস, জনসংযোগ আধিকারিক, ইসকন, মায়াপুর, বলেন ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাতের সাত প্রহরের পর অষ্টম প্রহরে এক সংকটময় সময়ে মানব জাতিকে রক্ষা এবং ধর্ম সংস্থাপনের জন্য শঙ্খ-চক্র-গদা-পদ্মধারী রূপে স্বমহিমায় বরাভয় ভঙ্গিতে অমানিশার দুর্যোগ দূর্বিপাকের মধ্যে মথুরায় কংশের কারাগারে আবির্ভূত হয়েছিলেন। তিনি কঠোর হস্তে অসুর ও দানবীয় পাশবিক শক্তিকে দমন করেছিলেন।প্রেম,সখ্য মৈত্রী ও শান্তি স্থাপন করেছিলেন।তাঁর জীবন,বানী আদর্শ ও শিক্ষা আজও সমানভাবে গ্রহনীয়।আজও বিশ্বব্যাপী দুর্বলের উপর চলছে সবলের অত্যাচার।সংকীর্ণ রাজনীতির স্বার্থে চলছে মনুষ্যত্বের অবমাননা।মানবসমাজ বিভ্রান্ত ও দিশেহারা। গোটা বিশ্বে ত্রাসের জন্য ধাবমান দুষ্টগ্রহ। এই সংকটময় সময়ে মানবসমাজকে রক্ষাকল্পে তিনি স্বমহিমায় কঠোর হস্তে গ্লানি দূর করে ধর্ম সংস্থাপন করুন। শুভ জন্মাষ্টমীতে যুগাবতারের চরনে এই আমাদের ঐকান্তিক প্রার্থনা।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ