জাতীয় স্তরে স্বাক্ষর রাখল শ্রীরামপুর গার্লস বালিকা বিদ্যালয়
পুলক চক্রবর্তী, কোন্নগর: এবার শুধু পড়াশোনা তেই নয় কিংবা সাংস্কৃতিক প্রতিযোগিতা তেই নয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি শিক্ষার আরেক বিশেষ অঙ্গ খেলাধুলাতেও জাতীয় স্তরে বিশেষ স্বাক্ষর বহন করলো শ্রীরামপুর গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়। ২০২৪ ২০২৫ এই সেশনে জাতীয় স্তরে স্পেন ওয়েল প্রতিযোগিতাতে সমগ্র ভারতবর্ষের মধ্যে বিশেষভাবে স্বাক্ষর এবং স্থান অধিকার করল শ্রীরামপুর গার্লস হাই স্কুল অনুপ্রেরণায় আবশ্যিকভাবে যার নাম উঠে আসে তিনি হলেন শ্রীরামপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর আইভি সরকার মহাশয়া। তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কি সংস্কৃতিক এবং আবশ্যিকভাবে খেলাধুলা কে এছাড়াও সামাজিক তোরে সাহায্য মূলক কার্যাবির সাথে অবিরত নিজেকে যুক্ত রেখে চলেছেন। যার কথাতে উঠে অসম্ভব বলে কিছু হয় না চেষ্টা করলে পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও বিশেষ শিক্ষা যেই ইভেন্টে আমাদের বিদ্যালয় এর মেয়েরা যথেষ্ট এগিয়ে রয়েছে এবং আমার ব্যক্তিগতভাবে আমাদের বিদ্যালয়ের মেয়েদের প্রতি যথেষ্ট এবং পূর্ণ আস্থা রয়েছে। ওরা বিশেষভাবে শিক্ষণ প্রাপ্ত এবং চর্চা ওদের প্রতিমুহূর্তের অঙ্গ তাই আমার বিশ্বাস ছিল এই ব্যাপারেও ওরা থেমে থাকবে না এবং ওরা প্রমাণ করে ছাড়বে শ্রেষ্ঠত্বের তালিকায় শ্রীরামপুর গার্লস হাই স্কুল ও স্বাক্ষর রাখতে পারে। এই ব্যাপারে বিশেষভাবে সাহায্য পেয়েছি স্কুল কর্তৃপক্ষের মাননীয় সভাপতি বিশ্বজিৎ চ্যাটার্জি মহাশয় এর সকল শিক্ষিকা এবং স্টাফেদের এবং আবশ্যিকভাবে পারদর্শী মেয়েদের অভিভাবকদের।
জাতীয় স্তরের স্পেল ওয়েল প্রতিযোগিতা ২০২৪-২০২৫-এ, শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেছে (প্রথম স্থান অধিকার করেছে মহারাষ্ট্রের একটি বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান পেয়েছে গুজরাটের একটি বিদ্যালয়)। এই প্রতিযোগিতাতে অংশগ্রহণের পাশাপাশি এবং বিজয়ের পাশাপাশি ছাত্রীরা পুরস্কৃত হয়েছেন সড়ক সার্টিফিকেট এবং আর্থিকভাবে। তাদের হাতে চেক তুলে দেওয়া হয়।
পরিণীতা ঘোষ নগদ ৮,০০০ টাকা পুরস্কার পেয়েছে, সোহিনী বন্দ্যোপাধ্যায় পেয়েছে ৪,০০০ টাকা, পুণ্যেশা মিত্র ও অদিশ্রী মজুমদার প্রত্যেকে ৩,০০০ টাকা করে পেয়েছে এবং কৃত্তিকা দাস নগদ ২,০০০ টাকা পুরস্কার পেয়েছে।
আরও দুইজন ছাত্রী শীর্ষ দশের তালিকায় ছিল। বিদ্যালয়ের শিক্ষিকা পল্লবী দাস এই প্রতিযোগিতার মূল এবং প্রধান কর্ণধার তথা স্বয়ম্বক হিসাবে ছাত্রীদের প্রতি তার বিশেষ ভূমিকা পালন করেন। এই জাতীয় স্তরে বিশেষ স্বাক্ষর রাখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রধানা শিক্ষিকা ডক্টর আইভি সরকার সকলকে জানায় আন্তরিক অভিনন্দন।
Comments
Post a Comment