যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: মা কালীর আরাধনার জন্য সাজসাজ রব সারা বাংলা জুড়ে। আলোর উৎসবে মেতে উঠতে প্রস্তুত আপামর বাংলা। মায়ের আশীর্বচন সকলের জীবনে বর্ষিত হোক। মা দিগম্বরীর পুণ্যাশিসে সঞ্চারিত হোক নতুন আশার আলো, সমস্ত মলিনতা ধুয়ে যাক আলোর এই ঝরনা ধারায়। সৌভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক বাংলায়। মা-মাটি-মানুষের শুভকামনায় ব্রতী হয়ে ন্যায়ের প্রতিপালিকা মায়ের কাছে আমার এই প্রার্থনা যে - সকল দ্বেষ-গ্লানি থেকে মুক্ত হোক এই সমাজ। কালী পুজোর প্রাক্কালে কলকাতার বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে একাধিক মন্ডপের দুয়ার দর্শনার্থীদের জন্যে খুলে দেন মুখ্যমন্ত্রী। এদিন গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব, জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি, ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব, ইন্ডিয়া ক্লাব, ভেনাস ক্লাবের কালীপুজোর শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।