কল্যাণ নগর বিদ্যাপীঠের ৭৫ তম বর্ষপূর্তি পালন
দীপঙ্কর সমাদ্দার, খরদহ: ১৯৫১ সালে ২রা জানুয়ারি খড়দহ পৌরসভার অন্তর্গত এলাকায় কল্যাননগর জনপদের প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঘোষ মাত্র ৫ জন ছাত্র ছাত্রীদের নিয়ে কল্যাননগর বিদ্যাপীঠ স্থাপন করেন। উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণ নগর বিদ্যাপীঠ এ বছর ৭৫ তম বর্ষে পদার্পণ করল। যেখানে মহাসমারোহে গুণী মানুষদের উপস্থিতিতে এক বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দিয়ে পঁচাত্তরতম বর্ষের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। বিদ্যালয়ের প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষক কুলদা প্রসাদ রায় ও প্রবীণ ছাত্রী রেণুকা রায়ের হাত দিয়ে এই দিনের এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঘোষের স্মৃতিতে মাল্যদান করেন উপস্থিত অতিথি এবং বিদ্যালয়ের প্রবীণ ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে এক বিশেষ মহিমান্বিত করলেন সাংসদ সৌগত রায় সহ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কর্মযোগি দেবেন্দ্রনাথ ঘোষের মেয়েে মিনতি বসু ও পৌত্র দেবদত্ত ঘোষ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র সুকণ্ঠ বনিক এবং খড়দহ পৌরসভার উপ পৌরপ্রধান সায়ন মজুমদার। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে অন্যতম একজন প্র...