Posts

Showing posts from July, 2022

ইডির জেরায় প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা : আজ সকালেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে । সিজিও কমপ্লেক্সে চলছে ইডির জেরা। আলাদা আলাদা দুটি ঘরে বসিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্পিতা মুখোপাধ্যায় বেশ কিছু ইডির জিজ্ঞাসাবাদে জানালেও পার্থ চট্টোপাধ্যায় কিছু বলছেন না।  কোনো ভাবে মুখ খুলতে নারাজ তিনি। তদন্তে সহায়তা করছেন না বলে সূত্রের খবর। পার্থ চট্টোপাধ্যায়কে চুপ করে থাকার নির্দেশ দলের উপর মহলের। তবে অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া তথ্য মিলিয়ে দেখছে ইডি। এখনো মুখ খোলেননি পার্থ চট্টোপাধ্যায়। তবে অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজন ভিআইপি মহিলার নাম উঠে এসেছে। যাদের কাছে টাকার ব্যাগ পৌঁছে যেত। সেই সমস্ত মহিলার হদিশ পাওয়ার চেষ্টা করছে ইডির আধিকারিকেরা।  ইডির জেরায় নাম প্রকাশ্যে এসেছে আরো একজন প্রাক্তন বিধায়কেরও। তবে এখনো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামে কেউ এফআইআর করেননি।

পাম সাইড ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরে ব্লাড আ্যপের শুভ সূচনা

Image
  নিজস্ব প্রতিনিধি , কলকাতা : রবিবার পাম সাইড ক্লাবের উদ্যোগে প্র‍য়াত শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রণব ভৌমিকের স্মরণে একটি রক্তদান শিবির আয়োজিত হয়। একই মঞ্চে ক্লাবের দীর্ঘদিনের সভাপতি এই চিকিৎসকের উদ্দেশ্যে উৎসর্গ করা হলো একটি অভিনব ব্লাড আ্যপ। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন  বিধায়ক তাপস রায়। মহম্মদ জিম নওয়াজ নির্মিত ব্লাড আ্যপটির উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, পুরপিতা বিশ্বরূপ দে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আম্বেদকর চেয়ার প্রফেসর সুব্রত শঙ্কর বাগচী, পাবলিসার্স আ্যন্ড  বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক  সুধাংশু শেখর দে, বিশিষ্ট সমাজ সংগঠক  জয়দেব মজুমদার, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের সম্মানীয় সদস্য শেখর ভট্টাচার্য, মৃগাঙ্ক ব্যানার্জি, বিশিষ্ট চিকিৎসক অরুণ মাঙ্গলিক, ডা. সিদ্ধার্থ গুপ্ত, ডা. পল্লব গাঙ্গুলি, স্থানীয় নেতা জহরলাল দাস ও বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য সহ বিশিষ্টজন।  অনুষ্ঠানের পরিকল্পনা, রূপায়ণ এবং সঞ্চালনায় বিশেষ ভূমিকা পালন করেন প্রয়াত ডাক্তার প্রণব ভৌমিকের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ...

সুন্দরবনের স্থায়ী সমাধান

Image
  গোপাল দেবনাথ , সুন্দরবন: সুন্দরবন নামের মধ্যেই লুকিয়ে আছে এক অপরূপ সুন্দরের হাতছানি। আর আছে বিশ্বের সেরা রয়েল বেঙ্গল টাইগার সেই সাথে আছে অসাধারণ মধু আর আছে চিংড়ি মাছ সহ অন্যান্য মাছ। জীবন বাঁচানোর তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে বাঘের থাবায় চলে যাচ্ছে বহু গরিব মানুষের প্রাণ। মানব ও বন্য সংঘর্ষ এবং প্লাস্টিক দূষণ সুন্দরবনের দুটি প্রধান সমস্যা বিদ্যমান। প্রতি বছর অন্তত প্রায় ২ লক্ষ পর্যটক এই বাংলা ছাড়াও বিশ্বের নানা প্রান্তের মানুষ সুন্দরবন পরিদর্শন করতে আসেন। পরিদর্শনের সময় তারা থার্মোকলের প্লেট ব্যবহার করে এবং সেটিকে ওখানে রেখে যান। গ্রামের সামাজিক অনুষ্ঠানেও থার্মোকলের প্লেট ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে নানা ভাবে এবং ব্যবহারের পর মানুষ সেই বর্জ্যের ফলক নদীতে ফেলে দেয়। এই অভ্যাস জীবজগতের জমি ও বাস্তুতন্ত্রের বিশাল নেতিবাচক পরিবেশগত প্রভাব তৈরি করছে। যেহেতু গ্রামাঞ্চলে সংলগ্ন নদী চড়ে মাছ এবং কাঁকড়ার ফলন যথেষ্ট নয়, তাই অসহায় গ্রামবাসীদের জীবনের ঝুঁকি নেওয়া ছাড়া অন্য উপায় সামনে থাকে না। কাঁকড়া ও চিংড়ি সংগ্রহের জন্য বনের মূল অঞ্চলে পৌঁছানো এবং মারাত্মক পরিণতির মুখোমুখি হও...

ডাঃ বিধান চন্দ্র রায় এর জন্মদিনে খাদ্য বিতরণ

Image
  গোপাল দেবনাথ, কলকাতা : বাংলার রূপকার এবং প্রখ্যাত চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়। এই বছর ছিল ডাঃ রায় এর ১৪০ তম জন্মদিবস। স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলার উন্নয়ন এই মহান ব্যক্তির জন্য সম্ভবপর হয়েছিল। গত ১ জুলাই শুক্রবার এই মহান ব্যক্তির জন্মদিন এবং প্রয়াণ দিবস ছিল। এই দিনই ছিল জাতীয় চিকিৎসক দিবস। এই বিশেষ দিনটি কে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের ন্যায় এই বছরও পূর্ব কলকাতা ডাঃ বিধানচন্দ্র রায় মেমোরিয়াল কমিটির উদ্যোগে এবং পূর্ব কলকাতা  বাপুজী স্মারক সমিতির সহায়তায় বেলেঘাটার ডাঃ বিধানচন্দ্র রায় পোলিও ও বিকলাঙ্গ শিশু হাসপাতালে পূর্ব কলকাতা বিধান চন্দ্র রায় মেমোরিয়াল কমিটির সহ সভাপতি এবং সমাজসেবী প্রদীপ কুমার ভট্টাচার্য এর নেতৃত্বে ডাঃ বিধানচন্দ্র রায় পোলিও ও বিকলাঙ্গ শিশু হাসপাতালে প্রথমে ডাঃ বিধান চন্দ্র রায় এর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরবর্তী পর্যায়ে হাসপাতালে চিকিৎসারত ৪৩ জন  শিশুদের মধ্যে হরলিক্স, বিস্কুট, চকোলেট, নানাবিধ ফল সহ লজেন্স তুলে দেওয়া হয়। সাথে ছিলেন হাসপাতালের সুপার। এই সব উপহার পেয়ে খুশি শিশু সহ তাদের মা। সাথে ছিলেন দুই সংগঠনের কর্তা কানাই লাল কুন্ডু, অলো...

ইস্কুলে বায়োস্কোপ প্রকল্পে সহযোগী হলো কিচেন অ্যাপ্লায়েন্স কুচিন

Image
  শ্রীজিৎ চট্টরাজ,কলকাতা:সোভিয়েত বিপ্লবের পর লেনিন বিখ্যাত চলচ্চিত্রকার আইজেনস্টাইনকে বলেন, বিপ্লবের প্রাথমিক পর্যায়ে এখন আমরা জয়ী। এখন দরকার সাংস্কৃতিক নির্মাণে জাতি গঠন। এই দায়িত্ব আপনাকে নিতে হবে। অর্থাৎ সেই উনিশ দশকেই চলচ্চিত্রের মত গণ মাধ্যমের শক্তিশালী ভূমিকার আন্দাজ করে নেন লেনিন। সেটাই ছিল তাঁর দূরদর্শিতা। পরবর্তী সময়ে বিশ্বের আঙিনায় প্রমাণিত হয়েছে মানুষের জীবনে শুধু বিনোদনের শর্ত নয়, শিক্ষা রুচি ও সংস্কৃতিবোধ নির্মাণেও বড় ভূমিকা নিয়েছে চলচ্চিত্র। চলচ্চিত্র আবিষ্কারের একবছরের মধ্যেই আমাদের দেশে চলচ্চিত্রের আগমন। ইতিমধ্যেই চলচ্চিত্র শতবর্ষ পার করেছে।ভারতের সিনেমা সাম্রাজ্যে অনেক মণিমানিক্য নির্মাণ হয়েছে। বাংলা ছবিও অস্কারের দৌলতে বিশ্বের নজরে আলাদা বৈশিষ্ট্য দাবি করছে। কিন্তু কর্পোরেট দুনিয়ায় ইংরেজির প্রাধান্যে নতুন প্রজন্ম মাতৃভাষাকে কিছুটা সরিয়ে বিশ্ব বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে ইংরেজিকে আপন করে নিয়েছে।  বাধ্যবাধকতা থাকলেও কলকাতা শহরের ছেলেমেয়েদের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয়কে একটা স্থায়ী রূপ দিতে কিছু মানুষ উদ্যোগী হয়েছেন। তাঁদের অন্...

বিএসএফ ০৪ বাংলাদেশী মহিলাকে আটক করেছিল, মানবিক ও সদিচ্ছা হিসাবে বাংলাদেশের সীমান্তরক্ষীর হস্তান্তর করেছে

Image
  নিজস্ব প্রতিবেদন, উ: ২৪ পরগনা: ৬৮ ব্যাটালিয়নের বর্ডার চৌকি জিতপুরের প্রস্তুত কর্মীরা জোরালো সংবাদের ভিত্তিতে তাদের এলাকায় অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার সময় মোট ০৪ জনকে হেফাজতে নিয়েছে। যাদের পরিচয় - ১. রিপা থান্ডু (৩০), জেলা-যশোর ও তার মেয়ে (০৬ বছর)  3. মুনি গাজী (২১), জেলা যশোর  ৪. তানজিলা বেগম (২৬), জেলা খুলনা।  জিজ্ঞাসাবাদে রিপা থান্ডু জানায়, সে ৬ বছর আগে ভারতে এসে স্বামীর সঙ্গে বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করত। একই মুনি গাজী এক বছর আগে ভারতে এসে পশ্চিমবঙ্গের বারিহারের বাসিন্দা আব্দুল গাজীকে বিয়ে করে। অন্য তানজিলা বেগম কাজের সন্ধানে ভারতে আসছিল।  গ্রেফতারকৃত বাংলাদেশিদের সদিচ্ছা ও মানবতার ইঙ্গিত হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।  বিএসএফ কর্মকর্তা বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে অপরাধীরা ক্রমাগত ধরা পড়ছে। ধৃতদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে নিরপরাধ ব্যক্তিদের সদিচ্ছা ও মানবতার ইঙ্গিত হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয...

প্রয়াত হলেন চিত্রপরিচালক তরূণ মজুমদার

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ   শেষ হলো “দাদার কীর্তি” এর শ্রষ্ঠার লড়াই। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। সাথে ফুসফুসের সমস্যাও ছিলো তাঁর। গত ১৪ জুন থেকে কিডনি ও ফুসফুসের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান পরিচালক। আজ সকাল ১১.১৭ মিনিটে প্রয়াত হলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।শোকবার্তায় লেখা হয়েছে, ‘বিশিষ্ট চিত্রপরিচালক তরুণ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।ভিন্নধারার রুচিসম্মত সামাজিক চলচ্চিত্র নির্মাণে তরুণ মজুমদার উজ্জ্বল নিদর্শন রেখে গিয়েছেন। তাঁর ছবিতে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ দর্শককে আবিষ্ট করে রাখে। তরুণ মজুমদার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র, ‘বালিকা বধূ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ফুলেশ্বরী’, ‘দাদার কীর্তি’, ‘ভালবাসা ভালবাসা’, ‘সংসার সীমান্তে’, ‘গণদেবতা’, ‘শহর থেকে দূরে’, ‘পথভোলা’, ‘চাঁদের বাড়ি’, ‘আলো’ ইত্যাদি উল্লেখের দ...

অ্যাক্রোপোলিসে ম্যাঙ্গো ম্যানিয়া “– পাঁচ দিনব্যাপী আম উৎসব

Image
  সায়ন দেবনাথ,কলকাতা: অ্যাক্রোপলিস মল, ভারতের শীর্ষস্থানীয় প্রিমিয়াম মলের মধ্যে অন্যতম । আজ এই আম উৎসব তথা “ম্যাঙ্গো ম্যানিয়া” নামে একটি আম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করেছে। ম্যাঙ্গো ম্যানিয়া- এই ভোজ আড্ডা সহযোগিতার দ্বারা আয়োজিত একটি আম উৎসব। এই উৎসবটি আজ ২৯ জুন শুক্রবার থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ৩রা জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত। ফলের রাজা আমকে নিয়ে ঋতুর আনন্দ উদযাপন করতে উৎসবের আয়োজন করেছে অ্যাক্রোপলিস মল। উদ্দেশ্য হল, এই আমের স্বাদে পরিপূর্ণ সুস্বাদু উপাদেয় খাবারের সাথে অতিথিদের কাছে এক অন্য এক অভিজ্ঞতা স্থাপন করা। বিশিষ্ট গায়ক তথা প্রখ্যাত বাংলা ব্যান্ড ভূমির প্রধান কণ্ঠশিল্পী সৌমিত্র রায় এবং মিঃ কে বিজয়ন জিএম, অ্যাক্রোপলিস মলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া আবাসিক এনজিও ইউনিভার্সাল স্মাইলের শিশুরা একটি মজাদার আম খাওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এই উপলক্ষে, মিস্টার কে বিজয়ন এবং সৌমিত্র রায়, মারলিন আই অ্যাম কোলকাতা ও মার্লিনের সিএসআর শাখার পক্ষ থেকে এনজিও-এর শিশুদের জন্য শিক্ষামূলক জিনিস সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আগে থেকে প...