পাম সাইড ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরে ব্লাড আ্যপের শুভ সূচনা

 


নিজস্ব প্রতিনিধি , কলকাতা: রবিবার পাম সাইড ক্লাবের উদ্যোগে প্র‍য়াত শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রণব ভৌমিকের স্মরণে একটি রক্তদান শিবির আয়োজিত হয়। একই মঞ্চে ক্লাবের দীর্ঘদিনের সভাপতি এই চিকিৎসকের উদ্দেশ্যে উৎসর্গ করা হলো একটি অভিনব ব্লাড আ্যপ।

এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন  বিধায়ক তাপস রায়। মহম্মদ জিম নওয়াজ নির্মিত ব্লাড আ্যপটির উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়।

মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, পুরপিতা বিশ্বরূপ দে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আম্বেদকর চেয়ার প্রফেসর সুব্রত শঙ্কর বাগচী, পাবলিসার্স আ্যন্ড  বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক  সুধাংশু শেখর দে, বিশিষ্ট সমাজ সংগঠক  জয়দেব মজুমদার, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের সম্মানীয় সদস্য শেখর ভট্টাচার্য, মৃগাঙ্ক ব্যানার্জি, বিশিষ্ট চিকিৎসক অরুণ মাঙ্গলিক, ডা. সিদ্ধার্থ গুপ্ত, ডা. পল্লব গাঙ্গুলি, স্থানীয় নেতা জহরলাল দাস ও বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য সহ বিশিষ্টজন। 

অনুষ্ঠানের পরিকল্পনা, রূপায়ণ এবং সঞ্চালনায় বিশেষ ভূমিকা পালন করেন প্রয়াত ডাক্তার প্রণব ভৌমিকের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট কবি ও সমাজকর্মী প্রসূন ভৌমিক।

ক্লাবের যুগ্ম সম্পাদক সুরজিৎ জানান, পাম সাইড ক্লাবের নবযাত্রা শুরু হল। আগামীদিনে শ্যামাপূজা ছাড়াও প্রসূন ভৌমিকের নেতৃত্বে নানা উদ্যোগ নেওয়া হবে।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো