ডাঃ বিধান চন্দ্র রায় এর জন্মদিনে খাদ্য বিতরণ

 


গোপাল দেবনাথ, কলকাতা: বাংলার রূপকার এবং প্রখ্যাত চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়। এই বছর ছিল ডাঃ রায় এর ১৪০ তম জন্মদিবস। স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলার উন্নয়ন এই মহান ব্যক্তির জন্য সম্ভবপর হয়েছিল। গত ১ জুলাই শুক্রবার এই মহান ব্যক্তির জন্মদিন এবং প্রয়াণ দিবস ছিল। এই দিনই ছিল জাতীয় চিকিৎসক দিবস। এই বিশেষ দিনটি কে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের ন্যায় এই বছরও পূর্ব কলকাতা ডাঃ বিধানচন্দ্র রায় মেমোরিয়াল কমিটির উদ্যোগে এবং পূর্ব কলকাতা  বাপুজী স্মারক সমিতির সহায়তায় বেলেঘাটার ডাঃ বিধানচন্দ্র রায় পোলিও ও বিকলাঙ্গ শিশু হাসপাতালে পূর্ব কলকাতা বিধান চন্দ্র রায় মেমোরিয়াল কমিটির সহ সভাপতি এবং সমাজসেবী প্রদীপ কুমার ভট্টাচার্য এর নেতৃত্বে ডাঃ বিধানচন্দ্র রায় পোলিও ও বিকলাঙ্গ শিশু হাসপাতালে প্রথমে ডাঃ বিধান চন্দ্র রায় এর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।



পরবর্তী পর্যায়ে হাসপাতালে চিকিৎসারত ৪৩ জন  শিশুদের মধ্যে হরলিক্স, বিস্কুট, চকোলেট, নানাবিধ ফল সহ লজেন্স তুলে দেওয়া হয়। সাথে ছিলেন হাসপাতালের সুপার। এই সব উপহার পেয়ে খুশি শিশু সহ তাদের মা। সাথে ছিলেন দুই সংগঠনের কর্তা কানাই লাল কুন্ডু, অলোক ঘোষ এবং আইনজীবী দীপক চ্যাটার্জি সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক