বিএসএফ ০৪ বাংলাদেশী মহিলাকে আটক করেছিল, মানবিক ও সদিচ্ছা হিসাবে বাংলাদেশের সীমান্তরক্ষীর হস্তান্তর করেছে

 


নিজস্ব প্রতিবেদন, উ: ২৪ পরগনা: ৬৮ ব্যাটালিয়নের বর্ডার চৌকি জিতপুরের প্রস্তুত কর্মীরা জোরালো সংবাদের ভিত্তিতে তাদের এলাকায় অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার সময় মোট ০৪ জনকে হেফাজতে নিয়েছে। যাদের পরিচয় - ১. রিপা থান্ডু (৩০), জেলা-যশোর ও তার মেয়ে (০৬ বছর)

 3. মুনি গাজী (২১), জেলা যশোর

 ৪. তানজিলা বেগম (২৬), জেলা খুলনা।


 জিজ্ঞাসাবাদে রিপা থান্ডু জানায়, সে ৬ বছর আগে ভারতে এসে স্বামীর সঙ্গে বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করত। একই মুনি গাজী এক বছর আগে ভারতে এসে পশ্চিমবঙ্গের বারিহারের বাসিন্দা আব্দুল গাজীকে বিয়ে করে। অন্য তানজিলা বেগম কাজের সন্ধানে ভারতে আসছিল।


 গ্রেফতারকৃত বাংলাদেশিদের সদিচ্ছা ও মানবতার ইঙ্গিত হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।


 বিএসএফ কর্মকর্তা বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে অপরাধীরা ক্রমাগত ধরা পড়ছে। ধৃতদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে নিরপরাধ ব্যক্তিদের সদিচ্ছা ও মানবতার ইঙ্গিত হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের