ইডির জেরায় প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

 


নিজস্ব প্রতিবেদন, কলকাতা: আজ সকালেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে । সিজিও কমপ্লেক্সে চলছে ইডির জেরা। আলাদা আলাদা দুটি ঘরে বসিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্পিতা মুখোপাধ্যায় বেশ কিছু ইডির জিজ্ঞাসাবাদে জানালেও পার্থ চট্টোপাধ্যায় কিছু বলছেন না। 


কোনো ভাবে মুখ খুলতে নারাজ তিনি। তদন্তে সহায়তা করছেন না বলে সূত্রের খবর। পার্থ চট্টোপাধ্যায়কে চুপ করে থাকার নির্দেশ দলের উপর মহলের। তবে অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া তথ্য মিলিয়ে দেখছে ইডি।

এখনো মুখ খোলেননি পার্থ চট্টোপাধ্যায়। তবে অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজন ভিআইপি মহিলার নাম উঠে এসেছে। যাদের কাছে টাকার ব্যাগ পৌঁছে যেত। সেই সমস্ত মহিলার হদিশ পাওয়ার চেষ্টা করছে ইডির আধিকারিকেরা।  ইডির জেরায় নাম প্রকাশ্যে এসেছে আরো একজন প্রাক্তন বিধায়কেরও। তবে এখনো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামে কেউ এফআইআর করেননি।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো