গোপাল দেবনাথ, কলকাতাঃ কুচিনা ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মহিলাদের সামগ্রিক সমাধান প্রদান অব্যাহত রাখবে যাতে সাম্য দুনিয়ার জন্য তাদের মধ্যে আরও উত্থান সম্ভব হয়। তৃণমূল স্তরে মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে নিজেদের দায়বদ্ধতাকে পুনর্ব্যক্ত করে, কুচিনা হোম মেকার্স প্রাইভেট লিমিটেডের সিএসআর শাখা, কুচিনা ফাউন্ডেশন বছরের ভিত্তিতে মহিলাদের মধ্যে সামাজিক উদ্যোগীদের সক্ষমতা তৈরি করার কর্মসূচি নিয়েছে। কুচিনা ফাউন্ডেশন (কেএফ) হল কলকাতা ভিত্তিক একটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা পালন সংস্থা যারা সারা ভারত জুড়ে নির্বাচিত মহিলা সামাজিক উদ্যোগী, যারা প্রান্তিক পটভূমি থেকে উঠে আসছে, তাদের ক্ষমতায়নের জন্য প্রচার করার কাজে নিজেদের নিযুক্ত রেখেছে। ২০১৪ সাল থেকে কুচিনা কৃত্তিকা ফেলোশিপ প্রোগ্রামের অধীনে কুচিনা ফাউন্ডেশন ডিমাপুর থেকে জয়পুর পর্যন্ত সারা ভারত জুড়ে এই ধরনের পরিবর্তন করতে সক্ষম হয়েছে। কুচিনা ফাউন্ডেশনের বর্তমানে কুড়িজন কৃত্তিকা ফেলো রয়েছেন, যাঁরা উৎসাহের সঙ্গে এই ধরণের সহযোগিতা পেয়েছেন এবং তাঁরা প্রত্যক্ষভাবে এক লক্ষেরও বেশি সুবিধাভোগী এবং পরোক্ষভাবে প্রায় চার লক্ষ সুবিধাভোগীদের জীবনে প্র...