Posts

Showing posts from November, 2022

কার্তিক পূজোর নিরঞ্জন শোভাযাত্রা

Image
  নিজস্ব প্রতিবেদন, হুগলিঃ রবিবার সন্ধ্যায় হুগলির সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়ার পৌরসভার এলাকার কার্তিক পূজোর নিরঞ্জন শোভাযাত্রা।তারই প্রস্তুতি নিচ্ছেন বারোয়ারির সদস্যরা।তবে এখানেও দেখতে পাওয়া যাবে।আলোর শহর চন্দননগরের আলোক শিল্পীদের আলো সজ্জিত নিরঞ্জন শোভাযাত্রা।কি বলছেন এই শোভাযাত্রার প্রসঙ্গে বাঁশবেড়িয়া পৌরসভার পৌর সদস্য অমিত ঘোষ।

কুচিনা হোম মেকার-এর সিএসআর শাখা, কুচিনা ফাউন্ডেশন তিন বছরে পঞ্চাশজন কৃত্তিকাকে ক্ষমতায়ন করবে

Image
  গোপাল দেবনাথ, কলকাতাঃ কুচিনা ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মহিলাদের সামগ্রিক সমাধান প্রদান অব্যাহত রাখবে যাতে সাম্য দুনিয়ার জন্য তাদের মধ্যে আরও উত্থান সম্ভব হয়। তৃণমূল স্তরে মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে নিজেদের দায়বদ্ধতাকে পুনর্ব্যক্ত করে, কুচিনা হোম মেকার্স প্রাইভেট লিমিটেডের সিএসআর শাখা, কুচিনা ফাউন্ডেশন বছরের ভিত্তিতে মহিলাদের মধ্যে সামাজিক উদ্যোগীদের সক্ষমতা তৈরি করার কর্মসূচি নিয়েছে। কুচিনা ফাউন্ডেশন (কেএফ) হল কলকাতা ভিত্তিক একটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা পালন সংস্থা যারা সারা ভারত জুড়ে নির্বাচিত মহিলা সামাজিক উদ্যোগী, যারা প্রান্তিক পটভূমি থেকে উঠে আসছে, তাদের ক্ষমতায়নের জন্য প্রচার করার কাজে নিজেদের নিযুক্ত রেখেছে। ২০১৪ সাল থেকে কুচিনা কৃত্তিকা ফেলোশিপ প্রোগ্রামের অধীনে কুচিনা ফাউন্ডেশন ডিমাপুর থেকে জয়পুর পর্যন্ত সারা ভারত জুড়ে এই ধরনের পরিবর্তন করতে সক্ষম হয়েছে। কুচিনা ফাউন্ডেশনের বর্তমানে কুড়িজন কৃত্তিকা ফেলো রয়েছেন, যাঁরা উৎসাহের সঙ্গে এই ধরণের সহযোগিতা পেয়েছেন এবং তাঁরা প্রত্যক্ষভাবে এক লক্ষেরও বেশি সুবিধাভোগী এবং পরোক্ষভাবে প্রায় চার লক্ষ সুবিধাভোগীদের জীবনে প্র...

বিশ্ব ডায়বেটিস দিবসে স্বাস্থ‍্য শিবির বাঘাযতীনে

Image
  সুমন্ত দাস, বাঘাযতীনঃ   বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষ্যে এক স্বাস্থ‍্য শিবিরের আয়োজন করা হয় বাঘাযতীনে । দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষের তত্বাবধানে বাঘাযতীনে দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর কার্যালয়ে এক স্বাস্থ‍্য শিবিরের আয়োজন করা হয় । এইদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট  চিকিৎসক  ডাঃ সুকুমার  দাস। এদিন তিনি নিজেও তার স্বাস্থ‍্য পরীক্ষা করান এই শিবিরে। স্থানীয় প্রায় চল্লিশজন এই শিবিরে নিজেদের স্বাস্থ‍্য পরীক্ষা  করান। এই দিনের এই অনুষ্ঠানে দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ জানান, মানুষের সুবিধার্থে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।  আগামী দিনে যাতে কোনো মানুষদের অর্থের অভাবে ফিরে যেতে না হয় তার জন্যে সর্বক্ষণ সচেষ্ট থাকবো আমরা। এমনটাই বললেন দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ। এইদিনের এই  অনুষ্ঠানে এসে ডাঃ সুকুমার দাস জানান , ডায়বেটিস নিয়ে অযথা আতঙ্কগ্রস্ত হওয়া উচিত  নয়। নিয়ম মাফিক জীবন যাবন, অসুধ ও ব‍্যায়াম ডায়বেটিস নিয়...

গ্রিটিংস কার্ড ও গোলাপ ফুল হাতে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে প্রতিবাদ

Image
  সুমন্ত দাস,সোনারপুর: ডায়মন্ড হারবার যাদবপুর  সাংগঠনিক  জেলা তৃণমূল  যুব কংগ্রেসের উদ্যোগে রাজপুরে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলো। বিগত কয়েকদিন ধরে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ‍্যা্য়  তথা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদককে অনবরত আক্রমন করে চলেছেন। তার প্রতিবাদে ডায়মন্ডহারবার যাদবপুর সাংগঠনিক  জেলার তৃণমূল  যুব সভাপতি  সোমনাথ  বনিকের নেতৃত্বে  এক অভিনব প্রতিবাদ কর্মসূচি  পালিত হল  রাজপুরে। এদিন রাজপুরে সোমনাথ এর নেতৃত্বে  যুব তৃণমূলের  কর্মীরা গ্রিটিংস কার্ড ও গোলাপ ফুল হাতে সকাল সকাল শুভেন্দু বাবুর মেদিনীপুরের বাড়ির উদ্দেশ্যে  রওনা দেন। রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রতীক দে জানান,  শুভেন্দু বাবুর মানসিক সুস্হ‍্যতা কামনার জন‍্য এমন উদ্যোগ নিয়েছি আমরা। তিনি আরো বলেন , আমরা চাই শুভেন্দু বাবুর শুভ বুদ্ধির উদয় হোক। 

প্রকাশিত হলো ' জটার দেউল ' লোককথা ও প্রত্নতত্ব বইটি

Image
  সুমন্ত দাস, দ: ২৪ পরগনা: ডা:হা: প্রেস কর্নারে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো সুন্দরবনের বিশিষ্ঠ প্রত্নতত্ব গবেষক দেবীশংকর মিদ্দ্যার লেখা ' জটার দেউল ' লোককথা ও প্রত্নতত্ব বইটি। সুন্দরবনের আঞ্চলিক ইতিহাসের কথা আমরা জানতে পারি প্রত্নতত্ব গবেষকদের গবেষণা থেকে। কখনো আবার সেই ইতিহাসের কথা জানা যায় এলাকায় বসবাসকারী প্রবীন মানুষজনদের কাছ থেকে। এমনই রায়দীঘির মণি নদীর মোহনায় অবস্থিত 'জটার দেউল' নিয়ে লোককথা ও প্রত্নতত্ত্ব বিষকক একটি বই লিখেছেন সুন্দরবনের অন্যতম শ্রেষ্ঠ প্রত্ন গবেষক দেবীশঙ্কর মিদ্যা।  কয়েক হাজার বছরের পুরনো এই দেউলের প্রত্নতাত্ত্বিক চর্চার বিষয়বস্তুকে তিনি লিপিবদ্ধ করেছেন এই *জটার দেউল* লোককথা ও প্রত্নতত্ত্ব' বইটিতে। কয়েক হাজার বছর প্রাচীন এই দেউলের ইতিহাস, জেলার আঞ্চলিক ইতিহাসে স্থান পাওয়ার জন্য,আমরা জেলাবাসী হিসেবে অত্যন্ত গর্ববোধ করছি।ডায়মন্ড হারবার প্রেস কর্নারে, আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল *জটার দেউল* লোককথা ও প্রত্নতত্ত্ব ' এই বইটির। বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড: সাইদুর রহমান এবং কলকাতা বিশ্বব...

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর নিবেদন শুভ বিবাহ উৎসব- ২০২২

Image
  গোপাল দেবনাথ , আগরতলা : আর মাত্র কয়েকদিন পরেই বিয়ের মরশুম অঘ্রায়ন মাস শুরু হবে। ভাদ্র আশ্বিন এবং কার্তিক টানা তিন মাস শুভ বিবাহ কার্য সম্পন্ন না হওয়ার ফলে এই মরসুমে পাত্র এবং পাত্রীর পরিবার সুন্দর এবং নানান ডিজাইনের গহনা দিয়ে বিশেষ করে পাত্রী কে সাজানোর পরিকল্পনা করে থাকেন। এখন অবশ্য পাত্র রাও নানান ধরণের গহনা পড়তে পছন্দ করেন। সেটা হীরে বা সোনা হতে পারে। এই সকল পরিবারের প্রয়োজনের কথা মাথায় রেখে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে ' শুভ বিবাহ উৎসব ২০২২'- যা চলবে আগামী ৯ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। 'শুভ বিবাহ উৎসব' ভারতীয় বিবাহের এমন এক উদযাপন যা ২০০৯ সালে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সাফল্যের সঙ্গে আয়োজন করে। পরে কলকাতার কয়েকটি প্রধান হাউজিং সোসাইটি ও বিশিষ্ট ক্লাবও এই কর্মকাণ্ডে যুক্ত হয়ে হয়ে পড়ে। এরপর থেকে যত সময় গড়িয়েছে ততই এর পরিধিও বেড়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হল ভারতীয় ঐতিহ্যের বর্নময় উদযাপন । এই উদযাপনে বিয়ের নাচ-গানের মাধ্যমে বিয়ের মরসুমকে যেমন স্বাগত জানানো হয় তেমনি গ্রাহক বন্ধুদের জন্য নানান অফার ও উপহারের ডালি ঘোষণা করা হয় । সাথে সোনা এ...

অভিনব কায়দায় ভাতৃ দ্বিতীয়া উৎযাপন

Image
নিজস্ব প্রতিবেদন, পঃ মেদিনীপুরঃ দীপাবলির ঠিক দু'দিন পর হয় ভাইফোঁটা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ভাই বোনেদের সম্পর্ককে অটুট রাখতে ভাতৃ দ্বিতীয়া পালিত হয়। তবে নিজের পরিবারের মতো করে ভেবে সমাজের পিছিয়ে পড়া পরিবারের বাচ্চাদের সাথে উৎযাপন করলেন এই দিনটি। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে সমাজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া দুস্ত পরিবারের বাচ্চা মেয়েদের মুখে হাসি ফোঁটাতে এই সকল বাচ্চাদের হাত থেকে ভাই ফোঁটা নিলেন বিজেপি রাজ্য শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী।  মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া। প্রচলিত আছে যে, সূর্য ও সংজ্ঞার সন্তান যম ও যমী বা যমুনা। যমুনা নিজের ভাইয়ের কপালে ফোঁটা দিয়েছিলেন, তার পর থেকে এই উৎসব পালিত হতে শুরু করে। এই শুভ দিনে সমস্ত বোনেরাই ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাই দাদাদের মঙ্গল কামনা করে । তাই দাদাদের সাথে বোনেদের বন্ধন আরো অটুট করতে কেশিয়াড়ি দক্ষিণ মন্ডলের বিজেপি কর্মীদের সাথে জ্যোতিকৃষ্ণপুর গ্রামে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের থেকে ফোটা নিয়ে মিষ্টি বিতরণ করলেন বিজেপি রাজ্য শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী। এতে খুশি এ...

দীপাবলির আমেজে মাতলো মাতাবাড়ি

Image
  বাণীব্রত দত্ত, উদয়পুর: ঐতিহ্যের শহর উদয়পুরের মাতাবাড়ি আবারও সেঁজে উঠেছে প্রবল দূর্যোগকে উপেক্ষা করে। ৫২২তম দীপাবলির উদ্ভোধনী অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী, রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, জেলা সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বহুু ব্যক্তিত্বরা।  ত্রিপুরেশ্বরী মায়ের পূণ্য পীঠস্হানে সমাগত অগনিত দর্শনার্থীদের প্রবল উচ্ছ্বাস, আবেগ ও শ্রব্দানুরাগকে স্বাগত জানায় মাতাবাৱীও।

চিত্রাংকনের টানে এখন পর্যটকরা ছুটছেন উদয়পুর

Image
  বাণীব্রত দত্ত, উদয়পুর: চিত্রাংকনে পর্যটকদের আকৃষ্ট করছে উদয়পুরের দেবী গ্রাম। যার টানে দূরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসছেন কেবল উদয়পুর এলাকায়।  ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর থেকেই রাজ্যের পর্যটনকে একধাপ এগিয়ে নিয়ে যেতে অভিনবত্বের ছোঁয়া আনছে সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি জেলাতে অভিনবত্বের ছোঁয়া লাগিয়ে দেওয়াল চিত্রাঙ্কন এর মাধ্যমে আধুনিক গ্রাম তৈরি করেছে সংস্কার ভারতী।  সংস্কার ভারতী গোমতি জেলার উদ্যোগে এবং ত্রিপুরা প্রান্তের আন্তরিক সহযোগিতায় মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমি উদয়পুরের ব্রহ্মাবাড়ি থেকে ২ নং ফুলকুমারী হয়ে কল্পতরু আশ্রম স্বন্নিকটে মাত্র তিন কিলোমিটার দূরে গানথালুং এলাকায় তৈরি হচ্ছে দেবী গ্রাম। এই গ্রামের ১১৭ টি জনজাতি পরিবারের বসবাস। যার মধ্যে প্রায় ৫৩ টি মাটির দেয়ালে তুলির টানে ফুটিয়ে তোলা হচ্ছে ত্রিপুরার জনজাতিদের জীবনশৈলী এবং ত্রিপুরার রাজন্য আমলের বিভিন্ন বিষয়বস্তু। এই এলাকার জাতিরা সাধারণত নোয়াদোয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। পেশায় তাঁদের কাজ কৃষি।  সংস্কার ভারতী গোমতী জেলার উ...

বাংলার ভুত এবার TV9 এ

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রমরমা দাপট ছিল তেনাদের। ব্রহ্মদত্যি, শাঁকচুন্নি বা পেতনিদের। আজ কোথায় তারা? যদিও বঙ্গজীবনে ভূত কোনো হেলাফেলার বস্তু নয়। রবীন্দ্রনাথ থেকে সত্যজিৎ রায়-- ভূত নিয়ে মাথা ঘামিয়েছেন সব্বাই। কলকাতার হাইকোর্ট, ন্যাশানাল লাইব্রেরি বা আকাশবাণীর গার্স্টিন প্লেসের অফিস, এসব নাকি ছিল ভূতের আড্ডা। কিন্তু এই ডিজিটাইজেশান আর আকাশ-ছোঁয়া এপার্টমেন্টের নয়া,জমানায় বাঙালি কি হারিয়ে ফেলছে তার ভূতেদের? কেমন ছিল সেইসব ভূত? কেনই বা হারিয়ে যাচ্ছে তারা? নতুন প্রজন্ম কী ভাবছে ভূত নিয়ে?  সেসবেরই হদিশ দেবে _*'বাংলার ভূত।' বাঙালিয়ানা দেখা যাবে TV9 বাংলার পর্দায়।