দীপাবলির আমেজে মাতলো মাতাবাড়ি

 


বাণীব্রত দত্ত, উদয়পুর: ঐতিহ্যের শহর উদয়পুরের মাতাবাড়ি আবারও সেঁজে উঠেছে প্রবল দূর্যোগকে উপেক্ষা করে। ৫২২তম দীপাবলির উদ্ভোধনী অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী, রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, জেলা সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বহুু ব্যক্তিত্বরা।


 ত্রিপুরেশ্বরী মায়ের পূণ্য পীঠস্হানে সমাগত অগনিত দর্শনার্থীদের প্রবল উচ্ছ্বাস, আবেগ ও শ্রব্দানুরাগকে স্বাগত জানায় মাতাবাৱীও।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

বিরাটি সমন্বয়ের ডাকে প্রতীকী অনশন মঞ্চ