চিত্রাংকনের টানে এখন পর্যটকরা ছুটছেন উদয়পুর

 


বাণীব্রত দত্ত, উদয়পুর: চিত্রাংকনে পর্যটকদের আকৃষ্ট করছে উদয়পুরের দেবী গ্রাম। যার টানে দূরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসছেন কেবল উদয়পুর এলাকায়। 


২০১৮ সালে সরকার পরিবর্তনের পর থেকেই রাজ্যের পর্যটনকে একধাপ এগিয়ে নিয়ে যেতে অভিনবত্বের ছোঁয়া আনছে সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত।


২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি জেলাতে অভিনবত্বের ছোঁয়া লাগিয়ে দেওয়াল চিত্রাঙ্কন এর মাধ্যমে আধুনিক গ্রাম তৈরি করেছে সংস্কার ভারতী।


 সংস্কার ভারতী গোমতি জেলার উদ্যোগে এবং ত্রিপুরা প্রান্তের আন্তরিক সহযোগিতায় মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমি উদয়পুরের ব্রহ্মাবাড়ি থেকে ২ নং ফুলকুমারী হয়ে কল্পতরু আশ্রম স্বন্নিকটে মাত্র তিন কিলোমিটার দূরে গানথালুং এলাকায় তৈরি হচ্ছে দেবী গ্রাম। এই গ্রামের ১১৭ টি জনজাতি পরিবারের বসবাস। যার মধ্যে প্রায় ৫৩ টি মাটির দেয়ালে তুলির টানে ফুটিয়ে তোলা হচ্ছে ত্রিপুরার জনজাতিদের জীবনশৈলী এবং ত্রিপুরার রাজন্য আমলের বিভিন্ন বিষয়বস্তু। এই এলাকার জাতিরা সাধারণত নোয়াদোয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। পেশায় তাঁদের কাজ কৃষি। 


সংস্কার ভারতী গোমতী জেলার উদ্যোগে গ্রামে এই অভিনব উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। তাঁরা আশা ব্যক্ত করছেন গানথালুং থেকে পরিবর্তীত হয়ে এই দেবীগ্রাম পর্যটকদের একটি অন্যতম কেন্দ্র হয়ে উঠছে, যাতে করে তাঁদের আর্থিক উপার্জনের ব্যবস্থাও বাড়ছে। 


১৪ই অক্টোবর থেকে ২০ শে অক্টোবর পর্যন্ত গানথালুং দেবীগ্রামে আয়োজিত এই দেওয়াল চিত্রাংকনের মাঝখানে হয় ঐ এলাকায় ক্ষুদে শিশুদের নিয়ে (বিভিন্ন বিভাগে যেমন নাটক, গান, নাচ ইত্যাদি) সাত দিনব্যাপী কর্মশালা।


 জনজাতি এই এলাকায় ক্ষুদিরাও এই কর্মশালা গুলিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়। ২০ অক্টোবর সমাপ্তি অনুষ্ঠানে অনুষ্ঠান মঞ্চে এই কর্মশালাগুলিতে অংশগ্রহণকারী ক্ষুদে শিশুরা তাঁদের প্রতিভা উপস্থাপন করবে। তাছাড়াও হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। 


প্রসঙ্গত, সংস্কার ভারতী ত্রিপুরায় প্রথম দেয়াল চিত্র অংকন শুরু করেছিল ২০১৮ সালের বিশ্রামগঞ্জ পুস্কর বাড়িতে, এরপর ২০২০ সালে আগরতলার নিকট লংকামুরার তৈরি হয় আলপনা গ্রাম। ২০২১ সালে আগরতলা দুর্গা বাড়ি এলাকার বাগবাড়ি স্থিত ছবি বাগে হয় দেওয়াল চিত্র অঙ্কন।


এদিকে, চলতি বছরে অর্থাৎ ২০২২ সালে বিলোনিয়ার মুন্ডাপাড়া, তেলিয়ামুড়া কৃষ্ণপুরের পর বর্তমানে উদয়পুর গানথালুং -এ দেবী গ্রাম নির্মাণের কাজ চলছে। এই দেবীগ্রামকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী- সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিপাসুদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে ।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের