বাংলার ভুত এবার TV9 এ

 


নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রমরমা দাপট ছিল তেনাদের। ব্রহ্মদত্যি, শাঁকচুন্নি বা পেতনিদের। আজ কোথায় তারা? যদিও বঙ্গজীবনে ভূত কোনো হেলাফেলার বস্তু নয়। রবীন্দ্রনাথ থেকে সত্যজিৎ রায়-- ভূত নিয়ে মাথা ঘামিয়েছেন সব্বাই। কলকাতার হাইকোর্ট, ন্যাশানাল লাইব্রেরি বা আকাশবাণীর গার্স্টিন প্লেসের অফিস, এসব নাকি ছিল ভূতের আড্ডা। কিন্তু এই ডিজিটাইজেশান আর আকাশ-ছোঁয়া এপার্টমেন্টের নয়া,জমানায় বাঙালি কি হারিয়ে ফেলছে তার ভূতেদের? কেমন ছিল সেইসব ভূত? কেনই বা হারিয়ে যাচ্ছে তারা? নতুন প্রজন্ম কী ভাবছে ভূত নিয়ে? 

সেসবেরই হদিশ দেবে _*'বাংলার ভূত।' বাঙালিয়ানা দেখা যাবে TV9 বাংলার পর্দায়। 

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো