বাংলার ভুত এবার TV9 এ
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: রমরমা দাপট ছিল তেনাদের। ব্রহ্মদত্যি, শাঁকচুন্নি বা পেতনিদের। আজ কোথায় তারা? যদিও বঙ্গজীবনে ভূত কোনো হেলাফেলার বস্তু নয়। রবীন্দ্রনাথ থেকে সত্যজিৎ রায়-- ভূত নিয়ে মাথা ঘামিয়েছেন সব্বাই। কলকাতার হাইকোর্ট, ন্যাশানাল লাইব্রেরি বা আকাশবাণীর গার্স্টিন প্লেসের অফিস, এসব নাকি ছিল ভূতের আড্ডা। কিন্তু এই ডিজিটাইজেশান আর আকাশ-ছোঁয়া এপার্টমেন্টের নয়া,জমানায় বাঙালি কি হারিয়ে ফেলছে তার ভূতেদের? কেমন ছিল সেইসব ভূত? কেনই বা হারিয়ে যাচ্ছে তারা? নতুন প্রজন্ম কী ভাবছে ভূত নিয়ে?
সেসবেরই হদিশ দেবে _*'বাংলার ভূত।' বাঙালিয়ানা দেখা যাবে TV9 বাংলার পর্দায়।
Comments
Post a Comment