অভিনব কায়দায় ভাতৃ দ্বিতীয়া উৎযাপন
নিজস্ব প্রতিবেদন, পঃ মেদিনীপুরঃ দীপাবলির ঠিক দু'দিন পর হয় ভাইফোঁটা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ভাই বোনেদের সম্পর্ককে অটুট রাখতে ভাতৃ দ্বিতীয়া পালিত হয়। তবে নিজের পরিবারের মতো করে ভেবে সমাজের পিছিয়ে পড়া পরিবারের বাচ্চাদের সাথে উৎযাপন করলেন এই দিনটি। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে সমাজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া দুস্ত পরিবারের বাচ্চা মেয়েদের মুখে হাসি ফোঁটাতে এই সকল বাচ্চাদের হাত থেকে ভাই ফোঁটা নিলেন বিজেপি রাজ্য শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী।
মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া। প্রচলিত আছে যে, সূর্য ও সংজ্ঞার সন্তান যম ও যমী বা যমুনা। যমুনা নিজের ভাইয়ের কপালে ফোঁটা দিয়েছিলেন, তার পর থেকে এই উৎসব পালিত হতে শুরু করে। এই শুভ দিনে সমস্ত বোনেরাই ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাই দাদাদের মঙ্গল কামনা করে । তাই দাদাদের সাথে বোনেদের বন্ধন আরো অটুট করতে কেশিয়াড়ি দক্ষিণ মন্ডলের বিজেপি কর্মীদের সাথে জ্যোতিকৃষ্ণপুর গ্রামে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের থেকে ফোটা নিয়ে মিষ্টি বিতরণ করলেন বিজেপি রাজ্য শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী। এতে খুশি এবং আপ্লূত জ্যোতিকৃষ্ণপুর গ্রামের পিছিয়ে পড়া পরিবারের মেয়েরা।
Comments
Post a Comment