বিশ্ব ডায়বেটিস দিবসে স্বাস্থ্য শিবির বাঘাযতীনে
সুমন্ত দাস, বাঘাযতীনঃ বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষ্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বাঘাযতীনে । দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষের তত্বাবধানে বাঘাযতীনে দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর কার্যালয়ে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় । এইদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুকুমার দাস। এদিন তিনি নিজেও তার স্বাস্থ্য পরীক্ষা করান এই শিবিরে। স্থানীয় প্রায় চল্লিশজন এই শিবিরে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। এই দিনের এই অনুষ্ঠানে দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ জানান, মানুষের সুবিধার্থে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী দিনে যাতে কোনো মানুষদের অর্থের অভাবে ফিরে যেতে না হয় তার জন্যে সর্বক্ষণ সচেষ্ট থাকবো আমরা। এমনটাই বললেন দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ। এইদিনের এই অনুষ্ঠানে এসে ডাঃ সুকুমার দাস জানান , ডায়বেটিস নিয়ে অযথা আতঙ্কগ্রস্ত হওয়া উচিত নয়। নিয়ম মাফিক জীবন যাবন, অসুধ ও ব্যায়াম ডায়বেটিস নিয়ন্ত্রিত করতে পারে।
Comments
Post a Comment