Posts

Showing posts from July, 2024

অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে আর্ম রেস্টলিং ট্রিপিল- এ ক্ল্যাসিক

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা: শরীর সুস্থ রাখতে শরীরচর্চা খুবই জরুরি। বর্তমান সময়ে পড়াশোনার চাপে খেলাধুলার খুব বেশি সুযোগ পায় না এই সময়ের ছেলে মেয়েরা। সেই অর্থে খেলার মাঠ ও খুববেশি নেই। অথচ একটি খেলা আছে যেখানে একটি মাত্র টেবিল হলেই দুজন মিলে আরাম করে খেলতে পারে। এই খেলা আমরা অনেকেই হয়ত ছেলে বেলায় বন্ধু বা বাড়ির কোনো সদস্যদের সঙ্গে খেলেছি সেই খেলাটি হলো পাঞ্জা লড়াই। নিজের শক্তি জাহির করা। আমরা অনেকেই জানিনা এই খেলাটি সারা বিশ্বের বহু দেশে অত্যন্ত জনপ্রিয়। খেলাটির নাম আর্ম রেস্টলিং। দেশের অন্যান্য রাজ্যে এই খেলা নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতা হলেও এই বাংলায় তেমন চর্চা হয় না। বেশ কিছুদিন ধরে বলিউড ও টলিউডের অভিনেতা এবং ক্রীড়াবিদ অশোকরাজ নিজের প্রচেষ্টায় তার নিজের সংস্থা অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের উদ্যোগে রাজ্যজুড়ে নানান প্রান্তে আর্ম রেস্টলিং প্রতিযোগিতার আয়োজন করে চলেছে। গত ২৮ জুলাই রবিবার লেকটাউন মুক্তমঞ্চে আয়োজন করেছিল ট্রিপিল এ ক্ল্যাসিক ২০২৪। সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলে রাত পর্য্যন্ত। ওজন ও বয়স ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে আর্ম রেস্টলিং খেলাটি কে ভাগ করে নেওয়া হয়। সকল প্রতিযোগ

অ্যানোয়াল স্টেট কনফারেন্স ২০২৪ অনুষ্ঠিত হলো

Image
  শুভ ঘোষ, কলকাতা: কলকাতা প্রেস ক্লাবের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যানোয়াল স্টেট কনফারেন্স ২০২৪  অনুষ্ঠিত হয়। এক সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠানটি। ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কিছু দাবি রাখেন সরকারের কাছে ১ রাজ্যের প্রতি মহকুমায় আরএনআই স্বীকৃত জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে অনুমোদিত পাক্ষিক ও সাপ্তাহিক পেপার অনুমোদন দেয়া হোক, ২ সাংবাদিকদের চিকিৎসা ব্যবস্থা আলাদা স্বাস্থ্য কার্ড দেয়া হোক, ৩ সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে অনুসন্ধান করে তাদের প্রশিক্ষণ এবং সরকারী স্বীকৃতি প্রদান করা হোক,৩ কর্মরত সাংবাদিকদের নিরাপত্তাকে গুরুত্ব দেয়া হোক, ৪ প্রবীণ সাংবাদিকদের মাসিক পেনশন বৃদ্ধি করা হোক এছাড়া আরো কিছু দাবি রাখা হয় আজকের সাংবাদিক বৈঠকের মাধ্যমে।  ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানের সুচনা উপস্থিত ছিলেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি অমিতাভ চক্রবর্তী, রজনী মুখার্জী,বিশিষ্ট সাংবাদিক শাহজাহান সিরাজ সীতারাম আগারওয়াল ছাড়াও আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ।

তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের উদ্যোগে প্রস্তুতি সভা

Image
  সমীর দাস, হাওড়া :--আর মাত্র কয়েকটা দিন, বাংলা জুড়ে শহিদ দিবসের প্রস্তুতি জোরকদমে।২১-এর সমাবেশ সফল করতে রাজ্যের প্রত্যেক জেলা থেকেই আসছেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থকেরা। হাওড়া সদর তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেল এর উদ্যোগে রামরাজাতলা উদ্বাস্তু কলোনিতে একুশেজুলাই প্রস্তুতি সভার আয়োজন করে। একুশে জুলাইয়ের (21st july) তাৎপর্য ব্যাখ্যা করলেন একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। একইসঙ্গে এই শহিদ স্মরণকে সামনে রেখে কীভাবে আরও সংঘবদ্ধ ও শক্তিশালী হবে দল সে-কথাও তুলে ধরেন । উক্ত পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের হাওড়া জেলা সভাপতি ধ্রুবজ্যোতি সেন, তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সম্পাদক সমীর দাস, হাওড়া সদর সভাপতি সৈকত দাস দক্ষিণ হাওড়ার ব্লক সভাপতি শিবপ্রসাদ দে, বিশিষ্ট সমাজসেবী সোমা মন্ডল, কৌশিক চট্টোপাধ্যায়, সহ-সভাপতি সুমঙ্গল হাজরা, সাহেব কুরেশি সহ তৃণমূল কংগ্রেসে একাধিক নেতৃত্ববৃন্দ। একুশে জুলাই শহীদ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দিকনির্দেশ করে সেই দিকে তাকিয়ে রয়েছে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

মহরমে রক্তদান উৎসব পালন

Image
  শুভ ঘোষ, কলকাতা: পবিত্র মহরমের দিনে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়পুর শামুকপোতা কারবালা মাঠে ২৩ তম বর্ষের কারবালার শহীদ স্মরণের প্রতিষ্ঠাতা শেখ মুনাফ আলি উদ্যোগে পশ্চিমবঙ্গ রক্তদান মেলা কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবির কর্মসূচির আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা অংশগ্রহণ করেন। এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার এস.ডি.পি. শুভদীপ ঘোষ, সমাজসেবী নবকুমার বেতাল,বাখরাহাট গ্রাম পঞ্চায়েত প্রধান বুবাই মাল,খাগড়ামুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান শিখারানী নষ্কর,মৌলানা সাহেব সাইদুল ইসলাম,ব্রাহ্মণ পুরোহিত রঘুনাথ চক্রবর্তী, কমিটির সম্পাদক সুব্বুন মল্লিক, কমিটির আরো অনেক সদস্যগণ শামসুল আলাম মির, শেখ সায়ন্তন আলী। মিশন মল্লিক সহ বহু বিশিষ্টরা । 

ভারত সেরা পরিবেশ স্বেচ্ছা সম্মান

Image
 অভিজিৎ হাজরা, বাগনান :- বন ও পরিবেশ রক্ষায় দিনরাত এক করে কাজ করার স্বীকৃতি স্বরূপ ‌' ওয়াইল্ড সোজার্নস ' এর বিচারে 'সেরা পরিবেশ যোদ্ধা ' সম্মানে সম্মানিত হলেন হাওড়ার বাগনানের বাসিন্দা তথা হাওড়া জেলা 'যৌথ পরিবেশ মঞ্চের সদস্যবন্যপ্রাণী সংরক্ষক চিত্রক প্রামাণিক। ‌                          সদ্য শেষ হওয়া কোলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরের প্রকৃতি ও বন্যপ্রাণ ফটোগ্ৰাফী প্রতিযোগিতায় ও অনুষ্ঠান " ‌ ‌' ওয়াইল্ড সোর্জনস নেচার আওয়ার্ডস এ্যান্ড ফেস্টিভ্যাল ২০২৪ ' এ ' ওয়াইল্ড সোর্জনস ' এর বিচারে ' সেরা পরিবেশ যোদ্ধা ' সম্মান পেলেন চিত্রক প্রামাণিক। ‌ যারা তৃণমূল স্তরে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণ এর কাজ কোনো বড় অনুদান ছাড়া, কোনো সরকারি সাহায্য ছাড়াই করছে, ' ওয়াইল্ড সোর্জনস ' সারা ভারতবর্ষের এই রকম তিনজন স্বেচ্ছাসেবী - কে ‌' সেরা পরিবেশ যোদ্ধা ‌সম্মান '

কিপফিট যোগা স্টুডিওর নতুন শাখার সূচনা

Image
  গোপাল দেবনাথ : হাওড়া: গত রবিবার  রথযাত্রার পূন্য তিথিতে হাওড়া জেলায় প্রখ্যাত কিপফিট যোগা স্টুডিও এর কদমতলা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিশিষ্ট বলিউড অভিনেতা তথা ক্রীড়া ব্যক্তিত্ব অশোক রাজ বারুই। এছাড়াও এই দিনের এই সূচনা পর্বে সামিল হন বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা।  বিশিষ্ট অভিনেতা অশোক রাজ বারুই কেবল একজন অভিনেতাই নন তিনি একাধারে অভিনয় করেন তার পাশাপাশি সিনেমা প্রযোজনা ও পরিচালনার কাজও করেন।অশোক আখড়া ব্যাম মন্দির নামে তার নিজের একটি পাঞ্জা লড়াইয়ের প্রশিক্ষণ কেন্দ্র আছে।  এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট যোগ ব্যক্তিত্ব  অলোক চ্যাটার্জী, তাপস চক্রবর্তী, চন্দনাথ রাম, মানস কুমার সাঁতরা, গোপাল বোস, প্রদীপ শীল, শিবপ্রসাদ ধর চৌধুরী, সুব্রত ঘড়ুই, বনানী দাস, বিশিষ্ট আকু প্রেশার চিকিৎসক সুজিত ভট্টাচার্য, ইনস্টিটিউট অফ যোগ একাডেমীর সভাপতি তথা কবি অনিমেষ কুমার চৌধুরী, কিপ ফিট গ্রুপের সভাপতি তথা আন্তর্জাতিক পাওয়ার লিফটার মিলন কুমার দে, কিপ ফিট গ্রুপের চেয়ারপারসন কৃষ্ণা কাঁড়ার, কিপ ফিট গ্রুপের যোগাসন ও নিত্য বিষয়ক শিক্ষিকা  অন্বেষা চক্রবর্তী ও অর্পিতা শেঠ কুন্ডু।

সামাজিক ও পরিবেশ সচেতনতায় আলোচনা সভা সাথে রক্তদান শিবির

Image
  অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া :- ‌  মহেশপুর শক্তিসংঘের রক্তদান শিবিরে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র - ছাত্রীদের নিয়ে গঠিত " ইচ্ছে করে " গ্রুপ কে নিয়ে শিবিরে আগত রক্তদাতা ,ব্লাড ব্যাংকের অধিকারিকগণ ,অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ ও শক্তি সংঘের সদস্যবৃন্দকে সামাজিক ও পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া রাখি পরিয়ে বিদ্যালয় ও সমাজের মেলবন্ধন করে ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এর সাথে সামাজিক ও পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনার মাধ্যমে সামাজিক ও পরিবেশ সচেতনতার উদ্যোগ গড়ে তোলা হয়। প্রধান শিক্ষক রাজদূত সামন্ত জানান আমার বিদ্যালয়ের কচি কাঁচাদের নিয়ে এমন মনোরম পরিবেশে সমাজের বৃহত্তর অংশের মানুষের মধ্যে সামাজিক ও পরিবেশ সচেতনতার মানবিক প্রয়াস কে বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার জন্য বিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে শক্তিসংঘের কর্তৃপক্ষকে হার্দিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই ভাবে বিদ্যালয় এবং সমাজের মেলবন্ধনের মাধ্যমে সামাজিক ও পরিবেশ সমস্যার গুলি কাটিয়ে ওঠা সম্ভব।

সচেতনতা ও বৃক্ষ প্রদান কর্মসূচী

Image
  অভিজিৎ হাজরা,হাওড়া :-  রথযাত্রা উপলক্ষে ' ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ' এর উদ্যোগে আমতা ও উলুবেড়িয়ায় বন্যপ্রাণ সংরক্ষণ ও ভারতীয় প্রজাতির পাখি ধরা,নিধন ও চোরাচালান রুখতে সচেতনতা ‌শিবির ও বৃক্ষ প্রদান কর্মসূচী পালিত হল। ‌ সচেতনতা শিবির গুলিতে ' ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ' এর সম্পাদক শুভ্রদীপ ঘোষ বলেন, ' আমাদের আশপাশের জীব বৈচিত্রের সঙ্গে আমাদের ভালো থাকা বা মন্দ থাকার সম্পর্ক অত্যন্ত নিবিড়। পরিবেশের জীব বৈচিত্র্য ভালো রাখতে না পারলে আমাদের ভালো থাকা প্রায় অসম্ভব। যুগ যুগান্তর ধরে প্রত্যেক ও পরোক্ষভাবে মানুষ খাদ্যের যোগান দিয়ে চলেছে পাখি। পাশাপাশি গাছের বীজ ছড়িয়ে বনায়ন, পরাগমিলন এবং কৃষিকাজে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে তাদের বংশ বিস্তার রোধ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের চিরকাল মঙ্গল করে চলেছে পাখি।   পাখিদের নয়নাভিরাম বর্ণময়তা নিঃসন্দেহে নান্দনিক মূল্য বহন করে; তাদের কুজন আমাদের মন ভালো করার এক দারুণ ঔষধ।  পাখি যা জীব বৈচিত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যাদের বেঁচে থাকা, সঠিক সংখ্যায় থাকা এবং সুস্থ থাকার সঙ্গে প

ঠাকুর বাড়ির প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: হাজার হাজার ভক্ত সমাগমের পালিত হল ঠাকুর বাড়ির প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। স্বর্গীয় তান্ত্রিক আচার্য লক্ষীকান্ত চক্রবর্তী স্মৃতি রক্ষার্থে তারই পুত্র বিশিষ্ট তান্ত্রিক কাত্তিক চক্রবর্তী মহারাজের হাত ধরে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হয়। দেখতে দেখতে ঠাকুরবাড়ির রথযাত্রা তৃতীয় বর্ষের পদার্পণ করল। এই দিন স্থানীয় পঞ্চনন্দতলার শুলং গড়ী উদয় সংঘ মাঠ থেকে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হয় । এই রথযাত্রাকে কেন্দ্র করে ঠাকুরবাড়ি আশপাশে সাতদিন ধরে মেলা বসে। এই রথের মেলার বিশেষ আকর্ষণ পুরুলিয়ার ছৌ নাচ ও নদীয়ার পুতুল নাচ। তান্তিক মহারাজ কার্তিক চক্রবর্তী বলেন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা কে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত যেমন এখানে আসেন তেমনি প্রতিটি ভক্ত ঠাকুরবাড়ি থেকে প্রসাদ গ্রহণ করেন।

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

Image
  নিজস্ব প্রতিবেদন, কলকাতা: কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কলকাতার এই দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ১৩ ই জুন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে ঢোকার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ। রাজ্যপালের অভিযোগ, পুলিশের কাজকর্মে রাজভবনের গরিমা নষ্ট হচ্ছে। সাধারণ মানুষকে রাজভবনে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করেন তিনি। এর প্রেক্ষিতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যদিও বিনীত গোয়েল এবং ইন্দ্রানী মুখোপাধ্যায় বলেছেন, এই ধরনের কোন পদক্ষেপের কথা তাঁদের জানা নেই।

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো

Image
  নিজস্ব প্রতিবেদন, বাঘাযতীন : ঋতু হিসেবে এখন ঘোর বর্ষা। এর মধ্যেই কালো মেঘের স্তূপ সরিয়ে দিব্য উঁকি দিচ্ছে ঝকঝকে নীল আকাশ। ঝমঝমিয়ে বৃষ্টির ফাঁকেই বর্ষা ভেজা রোদে ঝলমলিয়ে হাসছে শহরের বুকে ঔদ্ধত্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকা স্কাইস্ক্র্যাপারগুলো। আর এসবের মধ্যেই আজ বারেবারে বাঙালির চোখ চলে যাচ্ছে ক্যালেন্ডারের পাতায়।আজ রথ কথার আছে রথ টানলে দুর্গা আসে।তাই আসছে বাঙালির বারো মাসের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । সেই কারণেই, রথের রশি, রথের বাঁশি, তেলেভাজা-পাঁপড় ভাজার গন্ধ ছাপিয়ে যেন নাকে এসে লাগছে শিউলির বাস, দু্গ্গা মায়ের গায়ের মাটির গন্ধ।তাই রথের দিন তাদের খুঁটি পুজো সেরে ফেলল বিদ্দ্যাসাগর সেন্ট্রাল ক্লাব ।এবছর তাদের পুজো ৭৫ তম বর্ষে পদার্পন করল । প্রতি বছরই দর্শনার্থীদের জন্যে নতুন কিছু চমক নিয়ে হাজির হয় এই পুজো। নিজেদের রীতি বজায় রেখে রথের দিন নিজেদের খুঁটি পুজো সেরে নীল তারা। এদিনের খুঁটি পুজো উপলক্ষে উপস্থিতছিলেন বিধায়ক দেবব্রত মজুমদার , ৯৫ নম্বর ওয়ার্ডের পুরপিতা এরূপ চক্রবর্তী , পুলিশ কর্তা জয়ন্ত মুখোপাধ্যায়। পুজো ভাবনায় সোমনাথ মুখোপাধ্যায়। মাতৃ প্রতিমা তৈরী করছেন সনাতন দিন্দা। আলোক স

আসছে বিগ নিউজ বঙ্গ গৌরব সন্মান

Image
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: বাংলার মাটি সংস্কৃতি, সৃজনশীলতা গঠনমূলক কর্মের মাটি,এই বাংলায় বহু গুণীজন তাঁদের কর্মদক্ষতা, সফলতায় রাজ্য ছাড়িয়ে দেশের এবং বহি দেশেও স্বীকৃতি লাভ করেছেন,সেই সফল ও যোগ্যতম ব্যক্তিদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বিগ নিউজ সোশ্যাল মিডিয়া আগামী ১৩ই জুলাই ভবানীপুরের সরলা মেমোরিয়াল হলে বিকেল ৫ টায় আয়োজিত হতে চলেছে "বিগ নিউজ বাংলা গৌরব সন্মান'২৪"।  প্রথমবারের এই সন্মান প্রদানে বিগ নিউজ সমাজের সাংস্কৃতিক, উদ্যোগ পতি, সমাজসেবী,আলোকচিত্রী,চিকিৎসক, সংগীত পরিচালক,সংগীত শিল্পী, চলচিত্র পরিচালক এবং শিক্ষাবিদ সহ বিভিন্ন ক্ষেত্রের সফল ও যোগ্য ব্যক্তিত্বদের হাতে অর্পণ করা হবে। এই দিন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমনই জানালেন উদ্যোক্তারা। এই দিনের এই অনুষ্ঠানের আহ্বায়ক দেবরাজ দে জানান যে অভিনেত্রী দেবশ্রী রায়,অভিনেতা জয় ব্যানার্জী সহ আরো অনেক ব্যক্তিত্বদের উপস্থিতিতে সম্মান প্রদানের সঙ্গে থাকছে সংগীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়ের গান এবং বাংলার ট্র্যাডিশনাল ফ্যাশন শোও। 

জাতীয় চিকিৎসক দিবস পালন

Image
  গোপাল দেবনাথ ,কলকাতা:বেলেঘাটা সুভাষ সরোবরের আমরা ব্যতিক্রমী সংস্থার উদ্যোগে বাংলার রূপকার ডাঃ বিধান চন্দ্র রায় এর ১৪২ তম জন্মদিবস এবং সেইসাথে জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষ্যে ডাঃ বি সি রায় পি জি আই পি এস বেলেঘাটা ক্যাম্পাস এ জেলা অগ্রিম নিরীক্ষণ কেন্দ্র (শিশু) বিভাগে এইদিন ডাঃ বিধান চন্দ্র রায় এর প্রতিকৃতিতে মাল্যদানের পর সংস্থার সদস্য এবং নার্সিং সদস্যাগণ পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান। এর পরবর্তী পর্যায়ে এই হাসপাতালের সার্জিক্যাল অর্থোপেডিক এ ভর্তি হওয়া ৫৪ জন শিশুদের মধ্যে উপহার সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন আমরা ব্যতিক্রমীর সদস্যরা। যে সকল শিশু এই হাসপাতালে মায়েদের সাথে ভর্তি রয়েছেন তাদের বয়স ২ মাস থেকে ১২ বছর। দেখা গেল এখানকার পেডিয়াট্রিক আইসিউ ও অসাধারণ মানে। সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য, দীপক বিশ্বাস, গোপাল দেবনাথ, স্বপন ভট্টাচার্য, মিহির বালা, শিখা সাহা, আল্পনা চ্যাটার্জী, ইন্দ্রানী বালা সহ হাসপাতালের নার্সিং সদস্যরা এবং সাথে অন্যান্য দপ্তরের সদস্যগণ। হাসপাতালের পরিবেশ যেমন সুন্দর এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন সেইসাথে স্টাফদের ব্যবহার ও মনমুগ্ধকর। কথা প্রসঙ্গে ভর্তি হও