অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে আর্ম রেস্টলিং ট্রিপিল- এ ক্ল্যাসিক
গোপাল দেবনাথ ,কলকাতা: শরীর সুস্থ রাখতে শরীরচর্চা খুবই জরুরি। বর্তমান সময়ে পড়াশোনার চাপে খেলাধুলার খুব বেশি সুযোগ পায় না এই সময়ের ছেলে মেয়েরা। সেই অর্থে খেলার মাঠ ও খুববেশি নেই। অথচ একটি খেলা আছে যেখানে একটি মাত্র টেবিল হলেই দুজন মিলে আরাম করে খেলতে পারে। এই খেলা আমরা অনেকেই হয়ত ছেলে বেলায় বন্ধু বা বাড়ির কোনো সদস্যদের সঙ্গে খেলেছি সেই খেলাটি হলো পাঞ্জা লড়াই। নিজের শক্তি জাহির করা। আমরা অনেকেই জানিনা এই খেলাটি সারা বিশ্বের বহু দেশে অত্যন্ত জনপ্রিয়। খেলাটির নাম আর্ম রেস্টলিং। দেশের অন্যান্য রাজ্যে এই খেলা নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতা হলেও এই বাংলায় তেমন চর্চা হয় না। বেশ কিছুদিন ধরে বলিউড ও টলিউডের অভিনেতা এবং ক্রীড়াবিদ অশোকরাজ নিজের প্রচেষ্টায় তার নিজের সংস্থা অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের উদ্যোগে রাজ্যজুড়ে নানান প্রান্তে আর্ম রেস্টলিং প্রতিযোগিতার আয়োজন করে চলেছে। গত ২৮ জুলাই রবিবার লেকটাউন মুক্তমঞ্চে আয়োজন করেছিল ট্রিপিল এ ক্ল্যাসিক ২০২৪। সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলে রাত পর্য্যন্ত। ওজন ও বয়স ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে আর্ম রেস্টলিং খেলাটি কে ভাগ করে নেওয়া হয়। সকল প্রত...