ঠাকুর বাড়ির প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা

 


নিজস্ব প্রতিবেদন, কলকাতা: হাজার হাজার ভক্ত সমাগমের পালিত হল ঠাকুর বাড়ির প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। স্বর্গীয় তান্ত্রিক আচার্য লক্ষীকান্ত চক্রবর্তী স্মৃতি রক্ষার্থে তারই পুত্র বিশিষ্ট তান্ত্রিক কাত্তিক চক্রবর্তী মহারাজের হাত ধরে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হয়। দেখতে দেখতে ঠাকুরবাড়ির রথযাত্রা তৃতীয় বর্ষের পদার্পণ করল। এই দিন স্থানীয় পঞ্চনন্দতলার শুলং গড়ী উদয় সংঘ মাঠ থেকে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হয় । এই রথযাত্রাকে কেন্দ্র করে ঠাকুরবাড়ি আশপাশে সাতদিন ধরে মেলা বসে। এই রথের মেলার বিশেষ আকর্ষণ পুরুলিয়ার ছৌ নাচ ও নদীয়ার পুতুল নাচ। তান্তিক মহারাজ কার্তিক চক্রবর্তী বলেন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা কে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত যেমন এখানে আসেন তেমনি প্রতিটি ভক্ত ঠাকুরবাড়ি থেকে প্রসাদ গ্রহণ করেন।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক