বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো

 

নিজস্ব প্রতিবেদন, বাঘাযতীন : ঋতু হিসেবে এখন ঘোর বর্ষা। এর মধ্যেই কালো মেঘের স্তূপ সরিয়ে দিব্য উঁকি দিচ্ছে ঝকঝকে নীল আকাশ। ঝমঝমিয়ে বৃষ্টির ফাঁকেই বর্ষা ভেজা রোদে ঝলমলিয়ে হাসছে শহরের বুকে ঔদ্ধত্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকা স্কাইস্ক্র্যাপারগুলো। আর এসবের মধ্যেই আজ বারেবারে বাঙালির চোখ চলে যাচ্ছে ক্যালেন্ডারের পাতায়।আজ রথ কথার আছে রথ টানলে দুর্গা আসে।তাই আসছে বাঙালির বারো মাসের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । সেই কারণেই, রথের রশি, রথের বাঁশি, তেলেভাজা-পাঁপড় ভাজার গন্ধ ছাপিয়ে যেন নাকে এসে লাগছে শিউলির বাস, দু্গ্গা মায়ের গায়ের মাটির গন্ধ।তাই রথের দিন তাদের খুঁটি পুজো সেরে ফেলল বিদ্দ্যাসাগর সেন্ট্রাল ক্লাব ।এবছর তাদের পুজো ৭৫ তম বর্ষে পদার্পন করল । প্রতি বছরই দর্শনার্থীদের জন্যে নতুন কিছু চমক নিয়ে হাজির হয় এই পুজো। নিজেদের রীতি বজায় রেখে রথের দিন নিজেদের খুঁটি পুজো সেরে নীল তারা। এদিনের খুঁটি পুজো উপলক্ষে উপস্থিতছিলেন বিধায়ক দেবব্রত মজুমদার , ৯৫ নম্বর ওয়ার্ডের পুরপিতা এরূপ চক্রবর্তী , পুলিশ কর্তা জয়ন্ত মুখোপাধ্যায়। পুজো ভাবনায় সোমনাথ মুখোপাধ্যায়। মাতৃ প্রতিমা তৈরী করছেন সনাতন দিন্দা। আলোক সজ্জায় দীনেশ পোদ্দার। এবছর তাদের পুজো সকলের মন করবে বলে জানালেন বিশ্বনাথ দত্ত , সুমন দে , সৌরভ মজুমদার , দেবব্রত দত্ত , কৌশিক দাস , দিলীপ দে , ইন্দ্রনীল বিশ্বাস , কুনাল দের মত ক্লাব কর্তারা।

Comments

Popular posts from this blog

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

ঠাকুর বাড়ির প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা

অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এর আয়োজনে কিং এন্ড কুইন অফ দ্য টেবিল- ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ-২০২৩