ভারত সেরা পরিবেশ স্বেচ্ছা সম্মান


 অভিজিৎ হাজরা, বাগনান :- বন ও পরিবেশ রক্ষায় দিনরাত এক করে কাজ করার স্বীকৃতি স্বরূপ ‌' ওয়াইল্ড সোজার্নস ' এর বিচারে 'সেরা পরিবেশ যোদ্ধা ' সম্মানে সম্মানিত হলেন হাওড়ার বাগনানের বাসিন্দা তথা হাওড়া জেলা 'যৌথ পরিবেশ মঞ্চের সদস্যবন্যপ্রাণী সংরক্ষক চিত্রক প্রামাণিক। ‌                         



সদ্য শেষ হওয়া কোলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরের প্রকৃতি ও বন্যপ্রাণ ফটোগ্ৰাফী প্রতিযোগিতায় ও অনুষ্ঠান " ‌ ‌' ওয়াইল্ড সোর্জনস নেচার আওয়ার্ডস এ্যান্ড ফেস্টিভ্যাল ২০২৪ ' এ ' ওয়াইল্ড সোর্জনস ' এর বিচারে ' সেরা পরিবেশ যোদ্ধা ' সম্মান পেলেন চিত্রক প্রামাণিক। ‌ যারা তৃণমূল স্তরে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণ এর কাজ কোনো বড় অনুদান ছাড়া, কোনো সরকারি সাহায্য ছাড়াই করছে, ' ওয়াইল্ড সোর্জনস ' সারা ভারতবর্ষের এই রকম তিনজন স্বেচ্ছাসেবী - কে ‌' সেরা পরিবেশ যোদ্ধা ‌সম্মান ' এ সম্মানিত করেছেন।এই তিনজনের মধ্যে গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র তথা বাগনান বিধানসভার বাগনানের বাসিন্দা চিত্রক প্রামাণিক অন্যতম। ‌পুরষ্কার স্বরূপ প্রত্যেকে ২৫ হাজার টাকার গ্ৰান্ট্য ও একটি মেমেন্টো, শংসাপত্র পেয়েছেন। পুরষ্কার তুলে দেন ' ওয়াইল্ড ‌' সোর্জনস ' সংস্থার কর্ণধার ডঃ মেঘ রায়চৌধুরী,ডাঃ প্রসন্ন এভি এবং বিখ্যাত পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণকারী 'ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডঃ আনিশ আন্ধেরিয়া।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ' ওয়াইল্ড লাইফ ফটোগ্ৰাফার টমাস বিজয়ন এবং শিবাং মেহতা।

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক