সামাজিক ও পরিবেশ সচেতনতায় আলোচনা সভা সাথে রক্তদান শিবির

 


অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া :- ‌  মহেশপুর শক্তিসংঘের রক্তদান শিবিরে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র - ছাত্রীদের নিয়ে গঠিত " ইচ্ছে করে " গ্রুপ কে নিয়ে শিবিরে আগত রক্তদাতা ,ব্লাড ব্যাংকের অধিকারিকগণ ,অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ ও শক্তি সংঘের সদস্যবৃন্দকে সামাজিক ও পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া রাখি পরিয়ে বিদ্যালয় ও সমাজের মেলবন্ধন করে ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এর সাথে সামাজিক ও পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনার মাধ্যমে সামাজিক ও পরিবেশ সচেতনতার উদ্যোগ গড়ে তোলা হয়।


প্রধান শিক্ষক রাজদূত সামন্ত জানান আমার বিদ্যালয়ের কচি কাঁচাদের নিয়ে এমন মনোরম পরিবেশে সমাজের বৃহত্তর অংশের মানুষের মধ্যে সামাজিক ও পরিবেশ সচেতনতার মানবিক প্রয়াস কে বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার জন্য বিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে শক্তিসংঘের কর্তৃপক্ষকে হার্দিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই ভাবে বিদ্যালয় এবং সমাজের মেলবন্ধনের মাধ্যমে সামাজিক ও পরিবেশ সমস্যার গুলি কাটিয়ে ওঠা সম্ভব।

Comments

Popular posts from this blog

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

ঠাকুর বাড়ির প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা

অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এর আয়োজনে কিং এন্ড কুইন অফ দ্য টেবিল- ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ-২০২৩