মহরমে রক্তদান উৎসব পালন

 


শুভ ঘোষ, কলকাতা: পবিত্র মহরমের দিনে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়পুর শামুকপোতা কারবালা মাঠে ২৩ তম বর্ষের কারবালার শহীদ স্মরণের প্রতিষ্ঠাতা শেখ মুনাফ আলি উদ্যোগে পশ্চিমবঙ্গ রক্তদান মেলা কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবির কর্মসূচির আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা অংশগ্রহণ করেন।


এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার এস.ডি.পি. শুভদীপ ঘোষ, সমাজসেবী নবকুমার বেতাল,বাখরাহাট গ্রাম পঞ্চায়েত প্রধান বুবাই মাল,খাগড়ামুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান শিখারানী নষ্কর,মৌলানা সাহেব সাইদুল ইসলাম,ব্রাহ্মণ পুরোহিত রঘুনাথ চক্রবর্তী, কমিটির সম্পাদক সুব্বুন মল্লিক, কমিটির আরো অনেক সদস্যগণ শামসুল আলাম মির, শেখ সায়ন্তন আলী। মিশন মল্লিক সহ বহু বিশিষ্টরা । 

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো