পরীক্ষার্থীদের জল ও শুভেচ্ছা প্রদান


   নিজস্ব প্রতিবেদন, রাজারহাটঃ  মাধ্যমিক পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য দরকার  পরীক্ষার্থীদের একটু উৎসাহ এবং শুভেচ্ছা জানানোর । তবে তার সাথে সাথে যদি তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর জন্যে স্থাণীয় এলাকায় ঠিক সময়ে গাড়ি ঘোড়া পাওয়া যায়,  তাহলে আরো সুবিধা হয় । 



অনেক পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষা শুরুর আগে যথেষ্ট পরিমাণে সরকারি গাড়ি রাখা হয়েছিল । তবে পরীক্ষার্থীদের হাতে জলে বোতল এবং শুভেচ্ছা বার্তা তুলে দিল রাজারহাট নিউটাউন বিধানসভার বিজেপি কর্মীরা।  ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর ২৪ পরগণা জেলার সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি রমজান আলির উদ্যোগে এলাকার বেশিরভাগ পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার প্রারম্ভে অনবরত দাঁড়িয়ে থেকে ঠান্ডা জল এবং শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি নিজে । মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে তাদের পৌঁছতে অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়েও অদারকি করেন তিনি । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি কিশোর কর এবং দলীয় অন্যান্য কর্মীরা । 




Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের