উত্তাল করুণাময়ী
নিজস্ব প্রতিবেদন, করুণাময়ীঃ ফের উত্তাল করুনাময়ী চত্বর। চাকরীপ্রার্থীদের সাথে নিয়ে রাস্তায় নামলেন SFI-DYFI। চাকরির দাবীতে দিনের পর দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকরিপ্রার্থীরা আন্দোলন করে চলেছে। যা ঘিরে এই মুহুর্তে তোলপাড় গোটা বাংলা। গতকাল মধ্যরাতে টানা তিনদিন ধরে আন্দোলনরত ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জোর করে তুলে দেয় পুলিশ প্রশাসন। রাস্তা ফাঁকা করতে কার্যত রাতের এই নির্মম অপারেশনে সরব হন নিউটাউন থানার পুলিশ। সকালে সকলকে থানা থেকে ছাড়া হলে তাদের সাথে নিয়ে ফের প্রতিবাদে সোচ্চার SFI-DYFI। আর তাই আজ তারই প্রতিবাদ স্বরুপ মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে SFI-DYFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যৌথ আহ্বানে করুণাময়ী থেকে শুরু হয় এক বিক্ষোভ মিছিলের । আর মিছিল এগোতেই আবারও শুরু হয় উত্তেজনা। রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে কার্যত শুরু হয় ধস্তাধস্তি। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। SFI-DYFI এর রাজ্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের উপর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন আন্দোলকারীরা। পুলিশ বিক্ষোভকারীদ...