প্রয়াত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন: স্ত্রীর মৃত্যুর তিন মাসের মধ্যে মাত্র ৮২ বছর বয়সে প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গত দেড় মাস যাবত অসুস্থ অবস্থায় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন। বার্ধক্য জনিত কারণেই ভুগছিলেন তিনি। তবে সম্প্রতি তার মূত্রনালীতে সংক্রমণ দেখা দেয়। তবে ধারাবাহিকভাবে চিকিৎসা সমস্ত ব্যবস্থা প্রয়োগ করা হলেও মুলায়ম সিংহ যাদবের শরীরের অবস্থা কোনোভাবেই উন্নতি হচ্ছিল না। এমনকি তিনি খেতেও পারছিলেন না। এর জেরে নলির মাধ্যমে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছিল। তবে রবিবার তাঁকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আর সোমবার সকালে তিনি প্রয়াত হন।
Comments
Post a Comment