রাজ্যের ৩২ জন মহকুমাশাসককে চিঠি এসএসসির


নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ ভুয়ো জাতিগত শংসাপত্র ব্যবহার করে শিক্ষক পদে চাকরি। যেহেতু শংসাপত্র প্রদান করতে হয় মহকুমা শাসককে। এসএসসিকে একটি মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কয়েকজন চাকরি প্রার্থীদের জাতিগত শংসাপত্র তলব করে। তারই পরিপ্রেক্ষিতে শংসাপত্রের তথ্য যাচাই করতে রাজ্যের ৩২ জন মহকুমা শাসককে চিঠি দিল স্কুল সার্ভিস কমিশন। 

ভুয়ো শংসাপত্র ব্যবহার করে নবম-দশম শ্রেণীতে বহু সাধারণ প্রার্থী চাকরি পেয়েছেন। তার জেরে বঞ্চিত হয়েছেন আসল জাতিগত শংসাপত্র থাকা তপশিলী জাতির যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের। আর এই অভিযোগে এবার কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হল। আর তারই ভিত্তিতে কারা কারা ভুয়ো শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়েছেন তাদের বিষয়ে তথ্য সংক্রান্ত নথি আনতে চেয়ে আদালতে তলব স্কুল সার্ভিস কমিশনকে। এর সাথে সাথে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চান, বেআইনিভাবে কারা চাকরি পেয়েছেন। প্রকৃত শংসাপত্র ব্যবহার করা হয়েছে কি না, নামগুলির সঙ্গে তা যাচাই করতে হবে মহকুমাশাসকদের। 

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের