প্রকাশিত হলো হাইটেক লিথিয়াম ভেহিকল

 


নিজস্ব প্রতিবেদন, কলকাতা: দিন প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির পাশাপাশি, তাল মিলিয়ে দাম বেড়েছে সিএনজি-র ও। অন্যদিকে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার ভান্ডারেও টান পড়েছে বিভিন্ন তেল আমদানিকারক দেশগুলির।


এই পরিস্থিতিতে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে অন্যান্য জ্বালানিতে গাড়ি চালানোর প্রযুক্তি। আর সেই প্রযুক্তির মধ্যে বিশ্বে এখন অন্যতম লিথিয়াম টেকনোলজির ইলেকট্রিক গাড়ি। লিথিয়াম টেকনোলজি এখন বিশ্ব জুড়ে এক নতুন যুগের সূচনা করেছে। আর সেই নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে, গত তিন বছর ধরে লিথিয়াম প্রযুক্তির গাড়ি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে চলেছে হাইটেক অটোমোটিভ প্রাইভেট লিমিটেড। সেই দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার ফসল হাইটেক লিথিয়াম ভেহিকল এর আত্মপ্রকাশ। হাইটেক অটোমোটিভ প্রাইভেট লিমিটেড আজ আত্মপ্রকাশ করছে টু হুইলার থেকে থ্রি হুইলার এর একাধিক মডেল নিয়ে। যেখানে একদিকে যেমন বাইসাইকেল থেকে শুরু করে স্কুটি, স্কুটার, বাইকের একাধিক মডেল রয়েছে, তেমনি রয়েছে তিন চাকার যাত্রীবাহী এবং মালবাহী গাড়ির একাধিক মডেলও। শুধুমাত্র এখানেই শেষ নয়। খুব শীঘ্রই হাইটেক বাজারে নিয়ে আসতে চলেছে লিথিয়াম চালিত চার চাকার গাড়িও। এই গাড়িগুলো একদিকে যেমন জ্বালানি সাশ্রয় করবে, তেমনি এই গাড়ি গুলি সাধারণ মানুষের কর্মংস্থানের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



১ কিলোমিটার চালাতে মাত্র ১৫ পয়সা খরচ হবে দুচাকার গাড়িগুলোতে। আর মাসে অন্যান্য খরচ ১০০ টাকার নীচে থাকবে। আর এই গাড়িগুলোতে লিথিয়াম ফসফেট প্রযুক্তি ব্যবহার করায়, গাড়িগুলো সম্পুর্নভাবে নিরাপদ। তাই সব মিলিয়ে হাইটেক গাড়ি শিল্পে এক নতুন যুগের সূচনা করবে বলেই আমাদের বিশ্বাস।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের