বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু

 


নিজস্ব প্রতিবেদন, পাঁশকুড়া: পাঁশকুড়ার পূর্ব চিল্কার সাধুপোতা গ্রামে বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় বেশ কয়েকজনের। ভেঙে পড়ে বাড়ির একাংশ, গুরুতর আহত বহু। শ্রীকান্ত ভক্তা নামে এক ব্যক্তির বাড়িতে বাজি তৈরি হয়। বাড়ির সদস্য সংখ্যা ৫ জন তাঁর মধ্যে ঘটনাস্থলেই মারা যায় এক ছেলে বলে জানায় স্থানীয়রা। আহত মহিলাকে তমলুকে ভর্তি করা হয়, বাড়ির মালিক নিখোঁজ, ক্ষুব্ধ এলাকাবাসী। পুলিশ এসে তদন্ত শুরু করে।



ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহ। দীর্ঘদিন ধরে বাজি তৈরি করত নিজের বাড়িতে। এমনকি বাড়ির মধ্যে ব্যাপক পরিমানে বিভিন্ন ধরনের বাজি সহ বাজি তৈরির সরঞ্জাম ভর্তি রয়েছে। বিস্ফরনে আগুন ধরে যায় বাড়ির পাশে থাকা সাইকেল সহ বিভিন্ন সরঞ্জামে। এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ ।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো