পুরাতনের পুরাতনী ভাবনায় এবার বেলেঘাটা নবমিলন সংঘ

 

গোপাল দেবনাথ : বেলেঘাটা অঞ্চলের অন্যতম প্রাচীন দুর্গাপুজো যা প্রায় শতবর্ষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। সেই সংস্থার নাম বেলেঘাটা নবমিলন। বেলেঘাটা নবমিলন তারা ৯৫ তম বর্ষে নিবেদন করলো "পুরাতনের পুরাতনী" একটি অসাধারণ ভাবনা। ভাবনার মূল কথায় ছিল  'পুরোনো শিল্প নতুন কাজ যা ছিল কাল তা আজ'। 


লাল ইট ও টেরাকোটা দিয়ে সাজানো মণ্ডপের ভিতরে গেলে মনে হবে আপনি অন্য কোথাও ভ্রমণে চলে গিয়েছেন। মণ্ডপ দেখে  চোখ জুড়িয়ে যাবে। স্মৃতি হিসেবে ছবি তোলার আদর্শ জায়গা। দুর্গা মায়ের মূর্তি ও নজর কাড়বে।  শান্তিনিকেতন থেকে আসা শিল্পী সুজিৎ পাত্র সম্পূর্ণ মন্ডপটির পরিকল্পনা এবং রূপায়ণ করেছেন। সহযোগিতায় ছিলেন শুভেন্দু পাত্র। বেলেঘাটা সি এই টি রোডে বেলেঘাটা থানার আগে সি ই এস সি অফিসের পাশের রাস্তা। পাঠকরা একবার দেখে আসতে পারেন।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের