রেড রোডে পুজো কার্নিভাল

 


সুমন্ত দাস, রেড রোড: জেলায় পুজোর কার্নিভাল এই প্রথম। যা ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। কুল্পি শহরে রাস্তা রঙিন আল্পনায় ভরে উঠেছে। চারিদিক ঝলমল আলোকসজ্জায়,সুসজ্জিত মঞ্চ। ইউনেস্কোর স্বীকৃতির পর প্রথমবার কার্নিভাল। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপিতে এই কার্নিভালে অংশ নিয়েছিল জেলার মোট ২৪ টি দুর্গাপূজা কমিটি। শুক্রবার বিকেলে জেলার প্রথম পুজো কার্নিভাল ঘিরে উন্মাদনা। ঐতিহাসিক কুল্পিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কার্নিভাল এই প্রথম অনুষ্ঠিত হয়েছে। বিসর্জনের শোভাযাত্রার পরিবর্তে জেলায় এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশগ্রহণে আগ্রহ অনেক তুঙ্গে পুজো কমিটির। 



এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা,সুন্দরবন জেলার উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা,জেলা সভাধিপতি শামীমা শেখ,রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মণ্ডল,ডা: হা: বিধায়ক পান্নালাল হালদার,মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা,কুল্পির বিধায়ক যগরঞ্জন হালদার সহ জেলার অন্যান্য সকল আধিকারিক ও বিধায়করা। মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে পূজা কার্নিভাল ২০২২। জানা গিয়েছে কুলপিতে জেলা থেকে মোট যোগ দিয়েছে ২৪ টি পুজো কমিটি। জেলা শাসক সুমিত গুপ্তা বলেন "বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। যার কৃতিত্ব মুখ্যমন্ত্রীর। এটা আমাদের কাছে গর্বের। মুখ্যমন্ত্রীর উদ্দীপনায় আজ জেলায় জেলায় পুজোর কার্নিভাল হচ্ছে।


Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো