মা তারাশ্রীতা ভক্তবৃন্দের উদ্যোগে ওষুধ প্রদান

শুভ ঘোষ, বারাসাত: মা তারাশ্রীতা ভক্তবৃন্দের উদ্যোগে এক সামাজিক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় এদিন। রবিবাসরীয়র সকাল থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বারাসাত ঘোষপাড়া নবপল্লি জলের ট্যাঙ্ক প্রাঙ্গনে বেলঘড়িয়া মা তারাশ্রীতা ভক্তিবৃন্দের উদ্যোগে বিগত ২০ বছরের ন্যায় এই বছরেও চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ২১তম বর্ষে একই ধারা বজায় রেখে এলাকার দুস্থ অসহায়ের সহায় হতে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরন করা হয়। মা তারাশ্রীতা ভক্তবৃন্দ চারটি জায়গায় যাদের শাখা। হাওড়া,উত্তর ২৪ পরগনা,দক্ষিণ 24 পরগনা এবং হুগলিতে । এদিন বেলঘরিয়া মা তারাশ্রীতা ভক্তিবৃন্দের সম্পাদক রক্তিম দাশগুপ্ত ,সভাপতি সঞ্জীব সেন চৌধুরী, সহ-সভাপতি অভিজিৎ গুছাইত, যুগ্ম সম্পাদক অমিতাভ মন্ডল, সহ_ কোষাধক্ষ্য প্রদোষ ভদ্রের তত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। এছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বের সমাগম ঘটে এই দিনের এই অনুষ্ঠানে।