কাঁকড়া রহস্য উদ্ধারে আসছে BKC
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ কাঁকড়া সম্পর্কে তেমন কেউই অবগত
নয়। এখন শুধুই রাজনীতি আর গুজব। আর সমালোচনার মাঝে হারিয়ে যেতে বসেছে কাঁকড়ার গল্পটা।
তাই এবার বাঙালীর কাঁকড়া কালচার নিয়েই কথা হোক।
তাপসী রায় পরিচালিত একটি নতুন গল্প নিয়ে আসছে BKC। এটি
কোনো চলচ্চিত্র নয়। আবার কোনো ছোট গল্পের সারাংশও নয়। বাঙালি নিজের দম্ভে নিজেকে হারিয়ে
ফেলেছে। সে কোনরকমের ঝুঁকি নিতে প্রস্তুত নয়।সে শুধুমাত্র চাটুকারিতায় দক্ষ হয়ে
উঠেছে। এই পরিস্থিতিকে তুলে ধরতে তৈরি হয়েছে BKC, যা কিনা একটি সাঙ্গীতিক প্রহসন মূলক চলচ্চিত্র এবং বাঙালির কাঁকড়া সংস্কৃতির
উন্মোচন।
এতদিন ভালোবাসার গল্প নিয়ে নানা কাহিনী দর্শকরা দেখেছেন।
আবার সমাজের নানা স্তরে লুকিয়ে থাকা অনেক অজানা তথ্য উন্মোচিত হয়েছে বহু চলচ্চিত্রের
হাত ধরে। তবে এবার আমাদের সকলের জানা একটি শব্দ কাঁকড়াকে নিয়ে আসছে নতুন চমক। যার নাম
BKC।
এই ছবিতে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, অভিনেত্রী শ্রীলেখা মিত্র, হানি বাফনা, অশোক বিশ্বনাথন, সায়ন্তনী গুহ ঠাকুরতা , উদিতা লার্নিং এর ছাত্রছাত্রীরা। এই ছবির মূল ভাবনা এবং চিত্রনাট্য করেছেন আলেখ্য তলাপত্র। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন বিশ্ববিজয় সেন। এই ছবিতে চিত্রগ্রহণ করেছেন শান্তনু বন্দোপাধ্যায়। প্রযোজনা নিয়ন্ত্রক করেছেন ভিকি হোর ।
"আমি যদি না পাই,তুমিও পাবেনা".. এটাই হবে আমাদের
চেষ্টা। বাঙালির কাঁকড়া সংস্কৃতি আমাদের শেখায় কিভাবে পিঠের পেছনে ছুরি মারতে হয়।
জগৎ শেঠ হোক আর মীরজাফর ই হোক, বাঙালি চিরকাল এই সমস্ত অশুভ শক্তির দ্বারা পরিচালিত
হচ্ছে।এরা সর্ব ক্ষেত্রে বিরাজমান, এরা সবজান্তা, এরা অতীতের গৌরবে ভাস্বর, এরা
West Bengal কে Waste Bengal করে ছেড়েছে, এটাই BKC।
Comments
Post a Comment