সহস্রাব্দের সেরা মনীষী ডঃ বি আর আম্বেদকর এর জন্মদিন উদযাপন ও সম্মান প্রদান অনুষ্ঠান

 


গোপাল দেবনাথ : কলকাতা, ১৮ এপ্রিল ২০২১। সহস্রাব্দের সেরা মনীষী ডঃ বি আর আম্বেদকর এর জন্মদিন পালন ও উৎসবের আয়োজন করে আম্বেদকর কালচারাল কলেজ, আম্বেদকর ফাউন্ডেশন, বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা, তুহিনা প্রকাশনী, আম্বেদকর বি এড কলেজ (বেথুয়াডহরী) পিপলস এডুকেশন সোসাইটি এবং জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্ক। আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন লেখক পৃথ্বীরাজ সেন, হেমেন্দু বিকাশ চৌধুরী, শরদিন্দু বিশ্বাস ও দিলীপ বিশ্বাস। উদ্বোধনী সংগীতের পর আধুনিক ভারত নির্মাণে বাবা সাহেব ডঃ বি আর আম্বেদকরের ভূমিকা নিয়ে আলোচনা করেন ত্রিপুরার সাংবাদিক বরেন ঘোষ, আম্বেদকর ফাউন্ডেশনের সম্পাদক দিলীপ বিশ্বাস, সভাপতি হেমেন্দু বিকাশ চৌধুরী, তথ্যচিত্র নির্মাতা ও সমাজকর্মী সুমিত চৌধুরী সহ বিশিষ্টজন। এর পরবর্তী পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ডঃ সনৎ নস্কর, সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, ডঃ রতন বড়ই, প্রতিষ্ঠাতা আম্বেদকর বি এড কলেজ। ঐ দিন সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করেন গৌতম দে, রিজিওন্যাল ডাইরেক্টর, আই সি সি আর, স্বামী সারাদাত্মানন্দ মহারাজ, সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ আশ্রম, আলম বাজার, সুখেন্দু মজুমদার, আম্বেদকর সমাজ আচার্য, ডঃ সনৎ কুমার মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠান মঞ্চেই তুহিনা প্রকাশনী থেকে সাহিত্যিক পৃথ্বীরাজ সেন এর অনবদ্য লেখা বাবা সাহেব আম্বেদকরের জীবন ও দর্শন এর উপর একটি তথ্য সমৃদ্ধ বই প্রকাশিত হলো। পরবর্তী পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে খুব ভালো মানের সঙ্গীত পরিবেশন করেন দীপ্তি গুহ, দীপা দাস, সন্মেলন বিশ্বাস, প্রলয় রায়চৌধুরী ও জয়ন্তী সরেন। আবৃত্তি তে জয়া বসু অনবদ্য। স্নেহা ভট্টাচার্যের নৃত্য দর্শকদের নজর কাড়ে। বাংলা নববর্ষের আগেরদিন করোনা অতিমারীর সরকারি বিধি মেনেই আম্বেদকর সমাজ আচার্য সন্মান প্রদান করা হলো বিশ্ব সেবাশ্রম সংঘের সম্পাদক ঠাকুর সমীরেশ্ব ব্রহ্মচারী কে। এ ছাড়াও বৌদ্ধ পন্ডিত হেমেন্দু বিকাশ চৌধুরী, আম্বেদকর সাধক ডঃ রতন কুমার বাড়ই, আম্বেদকর জীবনীকার সাহিত্যিক পৃথ্বীরাজ সেন কে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার তুলে দিয়ে সম্মানিত করা হয়। সংস্থার পক্ষ থেকে গুণী মানুষের হাতে আম্বেদকর সমাজ সন্মান, মহাপ্রাণ সাহিত্য সন্মান, মহাপ্রাণ স্মারক সন্মান ও কবি- সাহিত্যিক- শিল্পী - সাংবাদিক রত্ন তুলে দিলেন উপস্থিত অতিথিবৃন্দ। কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা হলে সম্মানিত হলেন ডঃ মঞ্জুশ্রী সরকার বসু, জয়ন্তী সরেন, ডঃ সনৎ নস্কর, লক্ষীকান্ত হাঁসদা, উপেন বিশ্বাস, সমুদ্র বিশ্বাস, সুপর্ণা রায়, সোমা মুখার্জী, হিমাংশু মাইতি, নিউজ স্টারডম অনলাইন এর সম্পাদক গোপাল দেবনাথ, বার্তা এক নজর এর সম্পাদক রাকেশ দে, গোপাল সরকার, উজ্জ্বল বিশ্বাস, সুরেন্দ্র সিং, ডাঃ প্রকাশ মল্লিক, মিলন বসু, উষা রানী বিশ্বাস, ডাঃ সুভাষ বিশ্বাস, কল্লোল সরকার, প্রদীপ বড়াল, আনন্দ মল্লিক, আগমনী ব্যানার্জী, দীপক ভট্টাচার্য, হাবিবুর রহমান, দেবকন্যা সেন, সমীর ব্যানার্জী, আনসার উল হক, গোপাল ক্ষেত্ৰী, কালীপ্রসন্ন গাঙ্গুলী, তিমির বরণ চক্রবর্তী, চিত্তপ্রিয় চ্যাটার্জী, ডঃ সঞ্জয় প্রামানিক, গৌতম চৌধুরী, সুব্রত বিশ্বাস, নন্দিনী লাহা, ডঃ পঙ্কজ মন্ডল, ডঃ আফসার আলী, লীলাবতী বিশ্বাস, ইলা রায়, হরিদাস বালা, অঞ্জনা দেবনাথ, নরেন্দ্র চৌহান, দেবাশীষ সেনগুপ্ত সহ স্বক্ষেত্রে কৃতি মানুষজন।

 

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো