বেলা বোস ফিরছেন অনিন্দ্যর হাত ধরে

নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ নব্বই এর দশক।আধুনিক বাংলা গানে এক নতুন অধ্যায়ের সূচনা হল। অনেক গান,নতুন  ধারার বাংলা গান তৈরি হতে শুরু করল।এরই মধ্যে একটা গান মিথ হয়ে উঠলো। গানে বলা একটা ফোন নাম্বার যা আপামর গান পাগল বাঙালি আজও মনে রেখেছেন।সময় গড়িয়েছে তবুও গানের বয়স বাড়েনি।সে গানে ছেলেটি বেলা বোসের অপেক্ষায় অনেক রঙ নম্বর পেড়িয়েও বেলাকে জীবনে পায়নি।এটুকু সবাই জানে।কিন্তু বেলা কেন সেদিন ছেলেটিকে ফিরিয়ে দিয়েছিল সেই কথা শোনা যাবে অনিন্দ্য বোসের  নতুন মিউজিক্যাল ফিল্ম 'বেলা শুধু জানে'তে, প্রকাশিত হচ্ছে আগামী ৮ এপ্রিল।শহর ব্যান্ডের অনিন্দ্য বোসের মিউজিক্যাল ফিল্ম "বেলা শুধু জানে" প্রকাশ উপলক্ষে এদিন সবার সামনে উপস্থিত হবেন বেলা স্বয়ং।এই বিষয়ে অনিন্দ্য বোস জানালেন," আসলে সবাই ছেলেটিকে সিমপ্যাথাইজ করেন।কিন্তু বেলার সেদিনের চুপ থাকায় জন্য যে কথা গুলো বলা হয়ে ওঠেনি এই গানে প্রকাশ পাবে সেই কথা গুলো। এবার তার কিছু বলার পালা।এখন বেলার সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট আছে।তার অনেক বন্ধু।এত বছর পর বেলা কেমন আছে এবার জানা যাবে।" গানটার রচনা-শিল্পী অনিন্দ্য স্বয়ং।এখন মাঝে শুধু কিছু দিনের অপেক্ষা বেলা বোসকে দেখার।মিউজিক্যাল ফিল্মটি অনিন্দ্য বোসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেই মুক্তি পাবে।অনিন্দ্য আরো বললেন,"এটা আমার একটা শ্রদ্ধাঞ্জলি এই চরিত্রের মূল শ্রষ্টা অঞ্জন দত্তকে।" 

Comments

Popular posts from this blog

আমরা ব্যতিক্রমী সংস্হার উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন

মনসা দেবীর পুজোয় ভক্তিতেই মুক্তি

খুঁটি পুজোয় বাজল পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির ঢাক