আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে অমিত শাহের বেহালাপূর্বে প্রচার অভিযান
সমীরণ দাস: কলকাতা;আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বেহালায় অমিত শাহজীর প্রচার অভিযান। একদিকে প্রচারে অভিনেতা দেব অন্য দিকে বিজেপির সর্ব ভারতীয় নেতা অমিত শাহজী। বেহালায় বিজেপির এত বড় মিছিল আগে কোনোদিন হয়ে ছিল কিনা সমর্থকেরা মনে করতে পারলেন না। বেহালার জেমস লং সরণি ধরে দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করলেন।
প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আরও একবার বিজেপি প্রাথীদের জয়ী হবার দাবী রাখলেন। সোনার বাংলা গড়তে বিজেপিকে ভোট দেবার আহ্বান জানালেন আর ভেসে গেলেন জন সমুদ্রে।
Comments
Post a Comment