কৃতিদের দেওয়া হলো জীবন জ্যোতি রত্ন সন্মান - ২০২১



জয়দেব দেবনাথ : করোনা অতিমারীর দাপট আমরা গত বছর প্রত্যক্ষ করেছি। আমাদের আত্মীয় পরিচিত সহ  বহু মানুষের অকাল প্রয়াণ দেখেছি। ডাক্তার নার্স থেকে শুরু করে বহু সমাজসেবীর প্রয়াণ আমাদের  হৃদয় নাড়িয়ে দিয়েছে। করোনা অতিমারীতে শহীদ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো, বসন্ত উৎসব এবং সেই সাথে জীবন জ্যোতি রত্ন সন্মান -২০২১ এর আয়োজন করেন বাংলা শিল্পী সাহিত্যিক সমাজকর্মী সাংবাদিক সমবায় সমিতি ও আম্বেদকর কালচারাল কলেজ। কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন ত্রিপুরার সাংবাদিক বরেন ঘোষ, প্রধান অতিথি ছিলেন ডি কে বিশ্বাস, অনীশ ঘোষ, অধ্যাপক মনোরঞ্জন ঘোষ, সাহিত্যিক প্রবীর হালদার, অলকানন্দা বোস, নাট্যকার মিলন বসু, আইনজীবী প্রদীপ বড়াল ও লীলাবতী বিশ্বাস। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন লোক গায়ক রঞ্জিত চন্দ, কৃষ্ণবন্ধু ধর, বসন্ত কবিতা পাঠে ডঃ জয়শ্রী মিত্র। স্বাগত ভাষণ দেন মিলন বসু। উদ্বোধক বরেন বসু বলেন এই সংস্থার উদ্যোগে করোনা শহীদ ও যোদ্ধাদের বরণ ও স্মরণ প্রশংসার যোগ্য। প্রধান অতিথি দিলীপ বিশ্বাস বলেন সমাজের নানা ক্ষেত্রে যে সকল মানুষ সমাজের নানা ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের খুঁজে খুঁজে সম্মানিত করা এবং তাদের অনুপ্রেরনা দেওয়া যাতে তাদের সৃষ্টিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যেতে পারে। এই উৎসবে কথা, গান, কবিতা পাঠ ও আবৃত্তি তে অংশগ্রহণ করেন সম্মেলন বিশ্বাস, রবীন দাস, কৃষ্ণবন্ধু ধর, অনিমা দেবনাথ, কল্লোল সরকার, বিদিশা দে, দেবিকা ব্যানার্জী সহ বিশিষ্টরা। এই দিনের অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে জীবন জ্যোতি সন্মান তুলে দেওয়া হলো কে কে সিংহানিয়া, বেনু গোপাল ঘোষ, প্রবীর হালদার, দিলীপ বিশ্বাস, সাংবাদিক গোপাল দেবনাথ, ডঃ জয়শ্রী মিত্র, রণজিত চন্দ, ডঃ এস বি সিনহা, ডাঃ প্রকাশ মল্লিক, আইনজীবী কৃষ্ণা দাস, অরুন কুমার ব্যানার্জী, বিজয় শেঠ, সুদীপ্ত সেনগুপ্ত, দীপ রায়, ডাঃ পার্থ সারথি মল্লিক, মৌসুমী পাল, তাপস রাহা, চিত্র পরিচালক শিউলি রামানি, পম্পা ঘোষ সহ বিশিষ্ট গুণীজন। সমগ্ৰ অনুষ্ঠানটি আয়োজনে আম্বেদকর কালচারাল কলেজের প্রধান দিলীপ বিশ্বাস, আইনজীবী প্রদীপ বড়াল, মিলন বসু, মৌসুমী পাল, বরেন বসু, লীলাবতী বিশ্বাস এবং সঙ্গীত শিল্পী কৃষ্ণবন্ধু ধর।

Comments

Popular posts from this blog

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের