শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর শারদ সুন্দরীর মঞ্চে হাঁটলেন ফ্যাশন আইকন বিবি রাশেল ও জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার
গোপাল দেবনাথ, কলকাতা: প্রবাদে আছে সুন্দর মুখের জয় সর্বত্র। কথিত আছে স্বর্গে দেব দেবীদের আনন্দ দেওয়ার জন্য উর্বশী অপ্সরা'রা দেবরাজ ইন্দ্রের সভায় হাজির থাকতেন। বিবাহের জন্য পাত্রী চাই বিজ্ঞাপনে লেখা থাকে সুন্দরী পাত্রী অগ্রগণ্য। অতএব বলা যেতে পারে সকল শ্রেণীর মানুষ সুন্দরের পূজারী। যে কোনো পরিবারের কাছে তাদের কন্যা ও বধূ তাদের চোখে অপরূপা। কিন্তু সত্যি কি তাই! আমরা কেবলমাত্র উপরের রূপটাই দেখে তাদের বিচার করি কিন্তু মনের সৌন্দর্য পরখ করিনা। শারদীয়া'র সময় নারীরা এমন সুন্দর সাজগোজ ও মেকআপের মাধ্যমে নিজেদের এমন সুন্দরী করে তোলেন, কে যে কার চেয়ে বেশি সুন্দরী সেটা বিচার করা সাধারণ মানুষের পক্ষে সম্ভবপর হয় না। বহু সংস্থাই ইদানিং কালে শারদ সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করেন। তবে এই শারদ সুন্দরী প্রতিযোগিতায় সকলের থেকে একদম আলাদা ভাবে ৯ বছর ধরে আয়োজন করে আসছেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর শারদ সুন্দরী কোং জুয়েলার্স এর শারদ সুন্দরী। এই সুন্দরীদের কথা মাথায় রেখে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর নিবেদনে এবং খুকুমণি সিন্দুর ও আলতা এর সহ নিবেদনে গত ২৭ নভেম্বর হয়ে গেল শারদ সুন্দরী ২০২১ এর ...