বাণিজ্য সম্মেলনের নামে ভেলকি

কলমে সৌগত দত্ত, রাজনৈতিক বিশ্লেষকঃ


রাজ্যের আকাশে বাতাসে যখন কেবল শোনা যাচ্ছে বেকারত্বের হাহাকার , প্রশাসনিক বৈঠকে যখন শোনা যাচ্ছে কাশফুল নিয়ে শিল্পোদ্যেগের নানারকম উদ্ভাবনী চিন্তার আলোচনা তখন  রাজ্যজুড়ে চলছে 'বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন' নামক বার্ষিক 'ভেলকি'র  উৎসবের প্রস্তুতি । হয়তো এই ১ ডিসেম্বরেই মাননীয়া মুম্বাই যেতে চলেছেন উদ্যোগপতিদের সাথে দেখা করতে ‌। কিন্তু বড়োই আশ্চর্যের বিষয় হল, সেই ২০১৫ সাল থেকে শুরু হওয়ার পর বিগত পাঁচ বছর থেকে অনুষ্ঠিত হওয়া একের পর এক বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ঘটে যাওয়ার পরও বাংলার মানুষ এখনও পর্যন্ত কোনো বড়ো শিল্পের মুখ দেখল না । স্বাভাবিক ভাবেই আমার -আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে , দেশ-বিদেশের কোন কোন সংস্থা অথবা   উদ্যোগপতিদের থেকে ঠিক কতটা পরিমাণ লগ্নি এসে পৌঁছায় আমাদের রাজ্যে বা আদৌ পৌঁছায় কিনা ? আর আমাদের হয়েই বারবার এই প্রশ্ন করেছেন আমাদের রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় । কিন্তু রাজ্যসরকারের তরফ থেকে এখোনও মেলেনি কোনো উত্তর । 

করোনা পরিস্থিতির জন্য সম্পন্ন হতে পারেনি গত এবং এই বছরের পরপর দুটি বাণিজ্য সম্মেলন । কিন্তু জানা যায় গত পাঁচ বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনগুলি  নিয়ে এখনও পর্যন্ত প্রস্তাবিত লগ্নির পরিমাণ ১২.৩ লাখ কোটি টাকা । ২০২০ এ আগস্টের শেষদিকে ওই  পাঁচটা সম্মেলনে কোন কোন সংস্থা বা উদ্যোগপতি লগ্নি করেছেন তাদের নাম ও তথ্য জানতে চেয়েছিলেন রাজ্যপাল। তারপর এই বছরের নভেম্বর মাসেই আবার এই ইস্যুতে দেখা গিয়েছিল রাজ্যসরকার ও রাজ্যপালের সংঘাত । ইকোপার্কের বিজয়াসম্মেলনীতে মুখ্যমন্ত্রীর সাথে কথা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই টুইট করে সরকারকে তোপ দেখেছিলেন রাজ্যপাল এবং দাবি করেছিলেন ৫ বারের শিল্প সম্মেলনের শ্বেতপত্র প্রকাশের জন্য । এরপর আবারও গত শনিবারে দ্বিতীয়বারের জন্য শ্বেতপত্রের দাবি জানিয়ে টুইট করতে দেখা গেল রাজ্যপালকে । এবারে তিনি চিঠি পাঠিয়েছেন রাজ্যের অর্থ দফতরের প্রধান উপদেষ্টা অমিত মিত্রকে ।

আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন সত্যিকে তুলে ধরতে গিয়ে মহামহিম রাজ্যপাল জগদীপ ধনখড় মহাশয়কে এই তৃণমূল সরকারের কাছ থেকে কতবার বঞ্চনার শিকার হতে হয়েছে । বর্তমানে রাজ্যপালের সাথে কোনোরকম সহযোগীতাই করেনা রাজ্যসরকার । তাই এবারেও হয়তো তাঁর নির্দেশ কোনো নির্দেশেই কর্ণপাত করবেনা রাজ্যের অর্থ দফতর তথা মমতা ব্যানার্জির সরকার । বিরোধী রাজনৈতিক দলগুলি এর আগেও এই বাণিজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ করেছিল এবারেও হয়ত করবে । কিন্তু এখনও আগামী পাঁচবছর ধরে হয়তো এভাবেই চলতে থাকবে রাজ্যের তৃণমূল সরকারের 'বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন' নামক ভেলকিবাজি । যেমনভাবে  ভেলকিতে মানুষের মনকে ভুলিয়ে রেখে বিনোদন দেওয়া হয়, ঠিক তেমনভাবে বেকারত্বের ব্যাথায় কাতর বাঙালীকে বছরে একবার করে শিল্প ও বাণিজ্যের ভেলকি দেখিয়ে একটু করে মিথ্যা আশা যোগানোর চেষ্টা করে রাজ্য সরকার ।‌   সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে নাকি একটি টাস্কফোর্সও গঠন করা হয়েছে এই বাণিজ্য সম্মেলন নিয়ে । আগামী বছরের ২০-২১ এপ্রিল নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা । আপনি -আমি অধীর আগ্রহে হয়তো অপেক্ষা করবো সেই আড়ম্বড়পূর্ণ অনুষ্ঠান দেখার জন্য  কিন্তু কোন বাণিজ্যিক সংস্থা থেকে কত পরিমাণ লগ্নি এলো সেসব খবরের আশা আমাদের না করাটাই হয়তো ভালো হবে । 


About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.

Our website:  www.sothikbartaofficial.blogspot.com

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/sothikbarta/

Youtube : https://www.youtube.com/channel/UCSGK...

Twitter: https://twitter.com/SothikBarta

Comments

Popular posts from this blog

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

বেলঘরিয়া থানার পুলিশের উদ্যোগে উদ্বার বেআইনি একাধিক স্কুটি