রাজ্য সরকারের নির্দেশে হরি বদল হলো বীজপুর থানার আইসির



নিজস্ব প্রতিনিধিমধ্যমগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বার্তার হরি বদল করা হলো বীজপুর থানার আইসি সঞ্জয় বিশ্বাসকে। যেভাবে চুরি দিনের পর দিন বেড়েই চলছিল বীজপুরে । মধ্যমগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় বীজপুরে চুরির কথা শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক ঘন্টার মধ্যেই বদল করে দেওয়া হল বীজপুর থানার আইসিকে বীজপুর থানার নতুন আইসি হয়ে আসছেন জয়প্রকাশ পান্ডে তিনি আগে কোর্ট ইনস্পেক্টর ছিলেন আলিপুরদুয়ারে। 


পাশাপাশি বীজপুর থানার আইসি কে পাঠিয়ে দেওয়া হয় ট্রাফিক ইনস্পেক্টর কাকদ্বীপ সুন্দরবন পি ডি তে।

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো