রাজ্য সরকারের নির্দেশে হরি বদল হলো বীজপুর থানার আইসির
নিজস্ব প্রতিনিধি: মধ্যমগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বার্তার হরি বদল করা হলো বীজপুর থানার আইসি সঞ্জয় বিশ্বাসকে। যেভাবে চুরি দিনের পর দিন বেড়েই চলছিল বীজপুরে । মধ্যমগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় বীজপুরে চুরির কথা শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক ঘন্টার মধ্যেই বদল করে দেওয়া হল বীজপুর থানার আইসিকে বীজপুর থানার নতুন আইসি হয়ে আসছেন জয়প্রকাশ পান্ডে তিনি আগে কোর্ট ইনস্পেক্টর ছিলেন আলিপুরদুয়ারে।
পাশাপাশি বীজপুর থানার আইসি কে পাঠিয়ে দেওয়া হয় ট্রাফিক ইনস্পেক্টর কাকদ্বীপ সুন্দরবন পি ডি তে।
Comments
Post a Comment