জন্মদিনের শুভেচ্ছা জানাতে এক ঝাঁক বিজেপি নেতৃত্ব এল কে আদভানির বাসভবনে হাজির
লাল কৃষ্ণ আদভানি একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ীর অধীনে ভারতের সপ্তম উপ-প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। আদভানি ভারতীয় জনতা পার্টির অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং প্রবীণ নেতা। তিনি হিন্দু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দীর্ঘদিনের সদস্য।আজ বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী লাল কৃষ্ণ আডবাণীর জন্মদিন। তাঁর বয়স হল ৯৪ বছর। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই তাঁর বাসভবনে ছুটে গিয়েছেন এক ঝাঁক বিজেপি শীর্ষস্থানীয় নেতা মন্ত্রীরা।
লালকৃষ্ণ আডবাণী ১৯২৭ সালের ৮ই নভেম্বর করাচীর সিন্ধি হিন্দু ব্যবসায়ীদের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বিজেপির নেতৃত্বে এনডিএ সরকারে তিনি ১৯৯৮থেকে ২০০৪ সাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রক সামলেছেন। ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত অটল বিহারী বাজপেয়ির অধীনে উপপ্রধানমন্ত্রী হয়ে কাজ করেছেন। আডবাণী তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রচারক হিসেবে। তিনি ছিলেন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা। ২০১৫ সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষন প্রদান করে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "আডবাণীজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। শ্রদ্ধেয় আডবাণীজির দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি। তিনি যেভাবে দেশের মানুষের সশক্তিকরণ ও সংস্কৃতিকে তুলে ধরার কাজ করেছিলেন তাতে দেশ তাঁর কাছে ঋণী হয়ে থাকবে। শুধু তাই নয়, তাঁর বিভিন্ন বিষয়ে যে পাণ্ডিত্য রয়েছে, তাকেও শ্রদ্ধার চোখে দেখে দেশবাসী।"কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান টুইট করে লিখেছেন, "আমাদের অভিভাবক ও অনুপ্রেরণা শ্রদ্ধেয় লালকৃষ্ণ আডবাণীজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। ভারতীয় জনতা পার্টিকে দেশের মধ্যে অন্যতম মুখ্য দল হিসেবে গড়ে তুলতে আডবাণীজি অনেক কিছু করেছেন। আমি তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি।"
About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.
Our website: www.sothikbartaofficial.blogspot.com
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/sothikbarta/
Youtube : https://www.youtube.com/channel/UCSGK...
Twitter: https://twitter.com/SothikBarta
Comments
Post a Comment