হেমন্ত মুখোপাধ্যায় স্মৃতি স্মারক সন্মান


অনিকেত দেবনাথ,কলকাতা:
সঙ্গীত এবং সঙ্গীত জগতের কথা বলতে গেলে যার কথা সবার আগে মনে পড়ে তিনি হলেন সার্বজনপ্রিয় সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় বা হেমন্ত কুমার। বাংলা বা হিন্দি যে ভাষা তে যখন যে সঙ্গীত বা গান পরিবেশন করেছেন সর্বক্ষেত্রে সফলতা পেয়েছেন। এমনকি সঙ্গীত পরিচালনার ক্ষেত্রেও যথেষ্ট হিট গান শ্রোতাদের উপহার দিয়েছেন। গত ৩০ নভেম্বর উজ্জ্বল বিশ্বাস মঞ্চে 'রেনেসাঁস' কফি হাউস বিল্ডিংয়ে। হেমন্ত মুখোপাধ্যায় ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা শিল্পী সাহিত্যিক, সমাজকর্মী, সাংবাদিক সমন্বয় সমিতির সহযোগিতায় এক সাড়ম্বর শ্রদ্ধাপূর্ন গাম্ভীর্য সম্ভ্রম পরিবেশে যথাযত মর্যাদার সাথে এই মহান শিল্পীর ১০২ তম জন্মদিবস উদযাপন করা হলো। এই সন্ধ্যা কে স্মরণীয় করে রাখতে "হেমন্ত মুখোপাধ্যায় শীর্ষকস্মারক বক্তৃতা -২০২১" বাংলার কৃতি, গুণী সাংবাদিক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, সাহিত্য শিল্পী, শিক্ষা, সমাজকল্যানে বহুমুখী ব্যতিক্রমী প্রতিভাধর গুণীজনদের "হেমন্ত মুখোপাধ্যায় স্মৃতি স্মারক ২০২১ প্রদান করা হলো। ওই দিনের অনুষ্ঠানে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং সদ্য প্রয়াত উজ্জ্বল বিশ্বাসের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সম্পাদক ও সঙ্গীতশিল্পী কৃষ্ণবন্ধু ধর, দিলীপ বিশ্বাস, মিলন বসু, জয়ন্ত দে, বিজয় শেঠ,  মানস দাস, রক্ষিত চন্দ্র সহ বিশিষ্ট জন। সম্পাদক কৃষ্ণবন্ধু ধর বলেন, হেমন্ত মুখোপাধ্যায়ের জীবন এবং তার সারাজীবনের কর্মকান্ড সকলের সামনে তুলে ধরার জন্য এই উৎসব। এই মহান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় কে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবী জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন করেন  লোক গায়ক  রণজিৎ চন্দ্র, আম্বেদকর কালচারাল কলেজের দিলীপ বিশ্বাস, বিশ্বজিৎ দত্ত, বংশীবদন চট্টোপাধ্যায়, দেবোপম দাস, বেনু গোপাল ঘোষ, কৃষ্ণবন্ধু ধর, তাপস রায়, অধ্যাপক মনোরঞ্জন ঘোষ সহ বিশিষ্টজন। উদ্বোধনী ভাষণে রণজিৎ চন্দ্র এবং দিলীপ বিশ্বাস বলেন, হেমন্ত মুখোপাধ্যায় ভারতীয় সঙ্গীতের শিল্পী সমাজের মধ্যে তার জীবন আদর্শ, ত্যাগ এই ধরণের উদ্যোগ সত্যি প্রশংসার যোগ্য। হেমন্ত মুখোপাধ্যায় স্মারক শীর্ষক বক্তৃতা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন সমাজসেবী ডি আশীষ, ডঃ দেবাশীষ ব্যানার্জী, ডঃ অশোক দত্ত, সুজিত সাহা, মিহিনুর হোসেন, সুরেশ আগরওয়াল, সাংবাদিক গোপাল দেবনাথ, তৃপ্তি ভট্টাচার্য, মানিক সরকার, দীপক ভট্টাচার্য সহ বিশিষ্টরা হেমন্ত মুখার্জীর জীবনের নানাদিক তুলে ধরে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন। হেমন্ত মুখোপাধ্যায় স্মৃতিস্মরণ  সন্মান প্রদান করা হয় মরনোত্তর পুরস্কার উজ্জ্বল বিশ্বাস কে। সেই পুরস্কার উজ্জ্বল বাবুর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ ছাড়াও এই পুরস্কার দেওয়া হয় সাংবাদিক রাজেশ দে, নিউজ স্টারডম এর মুখ্য সম্পাদক গোপাল দেবনাথ, ডঃ বি এন দাস,  অধ্যাপক আশীষ ঘোষ, উৎপল হালদার, মহঃ আলতাফ উদ্দিন মন্ডল, তৃপ্তি ভট্টাচার্য, সুশান্ত প্রসন্ন টিকাদার, দিলীপ বিশ্বাস, বংশীবদন চট্টোপাধ্যায়, জলি শেঠ, মানিক সরকার, অলোক দত্ত, তৃপ্তি ভট্টাচার্য সহ গুণীজনদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সমগ্ৰ অনুষ্ঠানটি র পরিকল্পনা ও পরিচালনা করেন  তাপস রায়, আইনজীবী প্রদীপ বড়াল ও সংগীতশিল্পী কৃষ্ণবন্ধু ধর। 


About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.

Our website:  www.sothikbartaofficial.blogspot.com

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/sothikbarta/

Youtube : https://www.youtube.com/channel/UCSGK...

Twitter: https://twitter.com/SothikBarta

Comments

Popular posts from this blog

‌বন্যাদূর্গতদের সচেতনতা ‌শিবির

রাজ্যপালের করা রিপোর্টের ভিত্তিতে কলকাতার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের ৭৫ ভূমি পুজো