মদন মিত্র হলেন রাজ্যের পরিবহন দপ্তরের চেয়ারম্যান
সঞ্জয় মন্ডল,কলকাতা: রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী হলেন রাজ্যের পরিবহন দপ্তরের চেয়ারম্যান। মন্ত্রিত্বের তালিকায় স্থান পেলেন না মদন মিত্র। মদন মিত্র বাংলা রাজনীতিতে একটি বহুপরিচিত ও বহুচর্চিত নাম।১৯৭৩ সালে ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন মদন মিত্র। আশুতোষ কলেজের ছাত্র ইউনিয়নের সভাপতি থেকে সংগঠকের ভূমিকায় মদন মিত্রের উত্তরণ। নিজের সাংগঠনিক দক্ষতার গুনে অচিরেই জাতীয় কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ পরিচিত মুখ হয়ে উঠলেন মদন মিত্র। একদিকে তৎকালীন শাসকদল বামফ্রন্টের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই পাশাপাশি নিজের দলের ভিতরে সাংগঠনিক নানা টানাপোড়েন, সবকিছুকে কাটিয়ে নিজের সাংগঠনিক যোগ্যতায় রাজনীতিতে তার অভিষেক।
১৯৯০ সালে প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ধীরে ধীরে রাজ্য রাজনীতিতে একজন দক্ষ সংগঠক এর ভূমিকায় দেখা যায় মদন মিত্র কে। নয়ের দশকে নিজের হাতে তৈরি করেন ট্যাক্সি ড্রাইভার ইউনিয়ন ,অল্পসময়ের মধ্যেই রাজ্য রাজনীতিতে একটি শক্তিশালী সংগঠন হিসেবে মাথা তুলে দাঁড়ায় তার সংগঠন । ফটনিক দক্ষতাই মদন মিত্রকে অচিরে সবার কাছে প্রিয় মদন দা তে পরিণত করে ।
যে সময় মদন মিত্রের এই রাজনৈতিক উত্থান ঘটেছিল সেই সময়টা ছিল রাজ্য রাজনীতি তে অত্যন্ত কঠিন ও জটিল সময়। সময়ের শাসক বামফ্রন্ট ছিল অত্যন্ত শক্তিশালী একটি রাজনৈতিক সংগঠন। এই শক্তিশালী বামফ্রন্টের বিরুদ্ধে জনমত সংগঠিত করে শক্তিশালী রাজনৈতিক দল বা সংগঠন তৈরি করা যে কত কঠিন ও জটিল ব্যাপার তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সব বাধাকে অতিক্রম করে শুধুমাত্র সাংগঠনিক দক্ষতা দিয়েই মদন মিত্র রাজ্য রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে নিজেকে পরিচিত করে তোলেন। এই সময়ের মধ্যে রাজ্য রাজনীতিতে একটা বড়সড় ঘটনা অর্থাৎ জাতীয় কংগ্রেসে বড়সড় ফাটল দেখা দিল।
একদিকে সোমেন মিত্রের নেতৃত্বে জাতীয় কংগ্রেসের মূল সংগঠন অন্যদিকে লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন দল তৃণমূল কংগ্রেসের জন্ম। প্রথমদিকে নতুন দলে যোগ দিতে একটু স্বাভাবিক দ্বিধা থাকলেও পরিশেষে সব দ্বিধা কাটিয়ে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে গড়ে তোলা তৃণমূল কংগ্রেসে। মদন মিত্রের সাংগঠনিক ক্ষমতা সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ওয়াকিবহাল ছিলেন। প্রথমে তৃণমূলের সাধারণ সম্পাদক ও বছর চারেকের মধ্যেই তৃণমূল কংগ্রেসের তার উত্তরণ ঘটে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসাবে। সংগঠক মদন মিত্রের রাজনৈতিক জীবনের দ্বিতীয় পর্ব শুরু হয় প্রশাসক মদন মিত্র হিসাবে। ২০১১ সালে রাজ্য রাজনীতিতে বিরাট পালা বদল ঘটে গেল। দীর্ঘ ৩৪ বছরে বাসনের অবসান ঘটিয়ে শাসক দল হিসেবে সরকার তৈরি করল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল সরকার গঠন হওয়ার পর পরিবহন মন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন কামারহাটি থেকে নির্বাচিত হয়ে আসা মদন মিত্র।
রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ও পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর মতোই ক্যারিসম্যাটিক ইমেজ ছিল মদন মিত্রের মধ্যে। কিন্তু বিধিবাম। তৃণমূল ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যেই মদন মিত্রের রাজনৈতিক ক্যারিয়ার এর গ্রাফ একদম তলানিতে এসে নেমে গেল। মদন মিত্রের নাম জড়িয়ে পল্ল সারদা চিট ফান্ড কেলেঙ্কারিতে। 2016 তে মদন মিত্র কে পদত্যাগ করতে হলো মন্ত্রিসভা থেকে। এরপর দীর্ঘ একটা সময় নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে কেটেছে মদন মিত্রের জীবন। নানা ঘাত-প্রতিঘাতের মধ্যেও কিন্তু তিনি ভেঙে পড়েননি। এক মুহূর্তের জন্যেও তিনি আস্থা হারাননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির ব্যাপক সাফল্য পাশাপাশি রাজ্য রাজনীতিতে বিজেপির উত্থান যখন মমতা সরকারকে সংকটের মুখে ফেলে দিয়েছে ঠিক সেই সময় মিথ্যা ছিল তৃণমূল দল ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। ২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের কঠিন ও জটিল পরিস্থিতিতে মদন মিত্র আবার নির্বাচিত হন কামারহাটি থেকে। কিন্তু যন্ত্রণা তার পিছন ছাড়লো না।
সাধারণ মাপের তৃণমূল নেতারা যখন বড় বড় মন্ত্র পাচ্ছেন ঠিক সেই সময়ে মদন মিত্রের ঠাঁই হলো না নতুন মন্ত্রিসভায়। একেই বলে রাজনৈতিক ট্রাজেডি। প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র কে তাই আজ হতে হচ্ছে তারই প্রাক্তন পরিবহন দপ্তরের চেয়ারম্যান।
About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.
Our website: www.sothikbartaofficial.blogspot.com
Social Media Handles:
Facebook: https://www.facebook.com/sothikbarta/
Youtube : https://www.youtube.com/channel/UCSGK...
Twitter: https://twitter.com/SothikBarta
Comments
Post a Comment