সরকারি হাসপাতালের নার্সদের বিক্ষোভ এসএসকেএমে


সঞ্জয় মন্ডল, কলকাতা
: গত ছাব্বিশে জুলাই ২০২১ এ সরকারি হাসপাতালে নার্সদের বেতন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল নার্সেস ইউনিটি। আন্দোলনের তীব্রতা ও যৌক্তিকতা বিচার করে ১২ দিনের মাথায় মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দেন যে তিন-চার মাসের মধ্যেই নতুন পে-স্কেল চালু হবে। মন্ত্রীর প্রতিশ্রুতি তে আশ্বস্ত হয়ে আন্দোলনকারীরা আন্দোলন তুলে নেন। গত ৮ই নভেম্বর নার্সেস ইউনিটির সদস্যরা সংশ্লিষ্ট বিষয়ে কর্তাদের সঙ্গে দেখা করে জানতে চান মন্ত্রীর প্রতিশ্রুতি মত কাজ কতটা এগিয়েছে। ঠিক তার পরদিন অর্থাৎ ৯ ই নভেম্বর ৩৫ জন নার্স কে বদলি করার নির্দেশ আসে এবং এর মধ্যে ১১ জন নার্স পিজি হসপিটালের। ঘটনাচক্রে মাঝে দুদিন  সাধারণ ছুটি থাকার জন্য ১১ই নভেম্বর নার্সদের মধ্যে বদলির খবর ছড়িয়ে পড়ে। ১২ ই নভেম্বর নার্সেস ইউনিটির পক্ষ থেকে পিজি নার্সিং সুপারকে ঘেরাও করা হয়। ৪৮ ঘন্টা ঘেরাও থাকার পর পুলিশ নার্সিং সুপারকে উদ্ধার করে। সেইদিনই নার্সেস ইউনিটির নেত্রী ভাস্বতী মুখার্জি অনশনের ডাক দেন। আজ অনশন চতুর্থ দিনে পড়েছে ।নেত্রী ভাস্বতী মুখার্জির শারীরিক অবস্থার ক্রমশ অবনতি দিকে গেছে। আজ আন্দোলনের চতুর্থ দিনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে পাঁচ হাজার নার্স জমায়েত হন এবং একটি বিরাট মিছিল বের হয় । আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয় যে যতদিন পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত তারা এই অবস্থান বিক্ষোভ এবং রিলে অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। এর পাশাপাশি নার্সেস ইউনিটির পক্ষ থেকে জানানো হয় আন্দোলনকারীরা প্রত্যেকেই সঠিকভাবে নিজের ডিউটি পালন করছে এবং আন্দোলনে অংশগ্রহণ করছে যাতে করে সাধারণ মানুষ কোন সমস্যার সম্মুখীন না হয়। বলন কাঁইজি এর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয় সরকার যদি তাদের এই আন্দোলনকে ন্যায্যতা মান্যতা দিয়ে তাদের দাবি পূরণ না করেন তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন, এমনকি তারা একসঙ্গে কর্মবিরতি পর্যন্ত করবেন। এর ফলে সাধারণ মানুষের যদি যদি কোন ক্ষতি হয় তার দায় সরকারের তাদের নয়। সবশেষে তারা জানান যতক্ষণ পর্যন্ত  সরকারের পক্ষ থেকে নার্সেস ইউনিটির দাবিকে কার্যকর করান না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।


About Channel: Sothik Barta is a online news channel which covers the entire social media platform. Political, non-political,entertainment, crime, talk show, debate show are present in this channel. It cover different news from different areas, cities and districts news.

Our website:  www.sothikbartaofficial.blogspot.com

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/sothikbarta/

Youtube : https://www.youtube.com/channel/UCSGK...

Twitter: https://twitter.com/SothikBarta

Comments

Popular posts from this blog

সমাজ সেবা করাই নেশা নীলকণ্ঠের

বঙ্গ গৌরব উৎসব সম্মান পেলেন মৌসুমী দাস

উত্তরপাড়ায় চলছে জমজমাট হস্তশিল্প প্রদর্শনী